অভিনয় করতে গিয়ে প্যানিক অ্যাটাক

জীবনের এক সংকটকালে পথে বেরিয়ে পড়েন মার্কিন লেখক শেরিল স্ট্রেইড। একা একা হাইকিং করে পাড়ি দেন হাজার মাইলের বেশি পথ। শেরিলের কাছে এই যাত্রা ছিল একধরনের আত্ম–আবিষ্কার। এই সফর নিয়ে পরে একটা বইও লেখেন তিনি, নাম ওয়াইল্ড: ফ্রম লস্ট টু ফাউন্ড অন দ্য প্যাসিফিক ক্রেস্ট ট্রেইল। বেস্টসেলার এই বই–ই ২০১৪ সালে ওয়াইল্ড নামে রুপালি পর্দায় আনেন জঁ–মার্ক ভাল্লি। তাতে শেরিল হয়েছিলেন রিজ উইদারস্পুন। এই চরিত্র করতে গিয়ে তাঁর রীতিমতো পাগলপারা দশা হয়েছিল।

রিজ উইদারস্পুন। ছবি: সংগৃহীত

যেহেতু পুরো ছবিটাই বলতে গেলে হাঁটার ওপর, তাই ঘাম ঝরাতে হয়েছে বেশ। কখনো কখনো অসুস্থ হয়ে পড়তেন এই অভিনেত্রী। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে রিজ বলেন, ‘ছবি শুরুর আগে তিন সপ্তাহ আমার প্যানিক অ্যাটাক হতে থাকে। এত ভয় পেয়েছিলাম যে আমাকে সম্মোহন চিকিৎসা নিতে হয়েছিল।’

ছবিতে এমন কী ব্যাপার ছিল যে শুটিং করতে নার্ভাস হয়ে পড়েছিলেন রিজ? তিনি বলেন, ‘ছবিতে নগ্নতা, যৌনতা আর মাদক গ্রহণের মতো ব্যাপার ছিল। শুধু তা–ই নয়, ক্যামেরার সামনে একটা দীর্ঘ সময় ছিলাম একা। এই ছবিতে সম্ভবত ২৫ দিন কোনো সহশিল্পী ছাড়াই শুটিং করেছিলাম। একটু যদি বুঝিয়ে বলি, আমি, একটি ক্যামেরা আর আমার পিঠে ঝোলানো ব্যাগ। ব্যস, এই আমার শুটিং অনুষঙ্গ!’

রিজ উইদারস্পুন। ছবি: সংগৃহীত

কথায় বলে, কষ্টে কেষ্ট মেলে। রিজেরও ভাগ্য খুলে দিয়েছিল এই ছবি। অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন রিজ উইদারস্পুন। সূত্র: এন্টারটেইনমেন্ট টুনাইট