রোমে ‘এটারনালস’ ছবির প্রিমিয়ারেও ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল রোববার সেখানে তাঁর ছবি তোলার হিড়িক পড়ে যায়। (বাঁ থেকে) স্কটিশ অভিনেতা রিচার্ড ম্যাডেন, জোলি, চীনা পরিচালক ক্লোয়ি ঝাও, ব্রিটিশ অভিনেতা কিট হ্যারিংটন ও গেমা চ্যানকে একসঙ্গে পেয়ে ফ্রেমবন্দী করতে ঝাঁপিয়ে পড়ে ফটোসাংবাদিকের দলছবি: এএফপি