অ্যাঞ্জেলিনা জোলির ‘এটারনালস’ যাত্রা

১ / ৮
রোমের পার্কো ডেলা মিউজিকা মিলনায়তনে ‘এটারনালস’ ছবির প্রদর্শনীতে এই পোশাকে হাজির হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি
ছবি: এএফপি
২ / ৮
‘এটারনালস’ ছবির যুক্তরাষ্ট্র প্রিমিয়ার ছিল ১৮ অক্টোবর। এ দিন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৫ ছেলেমেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ছবির অন্যতম অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। (বাঁ থেকে) ম্যাডক্স, ভিভিয়ান, নক্স, শিলোহ এবং জাহারা
ছবি: এএফপি
৩ / ৮
রোমে ‘এটারনালস’ ছবির প্রিমিয়ারেও ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল রোববার সেখানে তাঁর ছবি তোলার হিড়িক পড়ে যায়। (বাঁ থেকে) স্কটিশ অভিনেতা রিচার্ড ম্যাডেন, জোলি, চীনা পরিচালক ক্লোয়ি ঝাও, ব্রিটিশ অভিনেতা কিট হ্যারিংটন ও গেমা চ্যানকে একসঙ্গে পেয়ে ফ্রেমবন্দী করতে ঝাঁপিয়ে পড়ে ফটোসাংবাদিকের দল
ছবি: এএফপি
৪ / ৮
রোমের পার্কো ডেলা মিউজিকা মিলনায়তনের সামনে অ্যাঞ্জেলিনা জোলি
ছবি: এএফপি
৫ / ৮
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অস্কারজয়ী চীনা চলচ্চিত্র পরিচালক ক্লোয়ি ঝাও
ছবি: এএফপি
৬ / ৮
রোমে ‘এটারনালস’ ছবির প্রদর্শনীতে সবার নজর কেড়েছে পিট–জোলির দুই মেয়ে জাহারা ও শিলোহ
ছবি: এএফপি
৭ / ৮
মায়ের সঙ্গে বসে ‘এটারনালস’ উপভোগ করেছেন হাস্যোজ্জ্বল দুই কন্যা। পাশাপাশি ফটোসেশনেও অংশ নেয় তারা
ছবি: এএফপি
৮ / ৮
রোমের পার্কো ডেলা মিউজিকা মিলনায়তনে ‘এটারনালস’ ছবির প্রদর্শনীতে এই পোশাকে হাজির হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি
ছবি: এএফপি