আবার হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

হার্ভে ওয়েনস্টেন। ছবি: এএফপি
হার্ভে ওয়েনস্টেন। ছবি: এএফপি

হলিউডে ‘মি টু’ মুভমেন্টের অংশ হিসেবে হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেনের বিরুদ্ধে একের পর ধর্ষণের অভিযোগ আসা শুরু হয় ২০১৭ সাল থেকে। এবার পোলিশ মডেল কাজা সোকোলা জানালেন, ২০০২ সালে হার্ভে ওয়েনস্টেন তাঁকে যৌন নির্যাতন করেন। তখন মেয়েটির বয়স ছিল ১৬ বছর। ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই ঘটনা।

হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কেট বেকিনসেল, হিদার গ্রাহাম, গিনেথ প্যালট্রো, অ্যাশলে জুড, লিয়া সেদ্যু, রোজ ম্যাকগাওয়ান, জেসিকা বার্থ, নরওয়ের অভিনেত্রী ও মডেল নাতাশিয়া মালথ, ইতালির বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী অ্যানাবেলা সিওরা, মার্কিন মডেল ও অভিনেত্রী উমা থরম্যানসহ আরও অনেকে ‘মুভি মুঘল’ হার্ভে ওয়েনস্টেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজা সোকোলা।

কাজা সোকোলার বর্তমান বয়স ৩৩ বছর। ২০০২ সালে যখন তিনি ১৬ বছরের কিশোরী মডেল ছিলেন, তখন হার্ভের সঙ্গে তাঁর পরিচয় হয়। কাজে সুযোগ করে দেওয়ার কথা বলে হার্ভে তাঁকে দুপুরের খাবার খেতে নিয়ে যান। তারপর নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করেন। এমনটাই অভিযোগ কাজা সোকোলোর।

কাজার আইনজীবী গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্টেট ডিপার্টমেন্টের কোর্টে হার্ভে ওয়েনস্টেন, ভাই রবার্ট ওয়েনস্টেন, ডিজনি ও মাইক্রোম্যাক্সের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ফৌজদারি মামলা করেছেন।

ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজা সোকোলা বলেন, ‘আমি জানি, মামলা করলেই গত ১৭ বছর ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, তা নিমেষে মুছে যাবে না। হার্ভে ওয়েনস্টেনের বিরুদ্ধে অতীতে আনা অসংখ্য মামলা থেকে তিনি খারিজ পেয়েছেন। আমি ন্যূনতম ন্যায় বিচার চাই।’

মামলায় প্রাথমিকভাবে কাজা সোকোলা তাঁর নাম, পরিচয় গোপন রেখেছিলেন। মামলায় বাদীর নাম হিসেবে লেখা হয়েছিল জেন ডো। সেই ছদ্মনাম মুছে সত্যিকারের পরিচয় নিয়ে সামনে এসেছেন কাজা সোকোলা। তিনি আরও জানান, ওয়েনস্টেন তাঁর সঙ্গে ২৫ মিলিয়ন ডলারের সমঝোতা করে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপর সত্যিকারের নাম পরিচয় নিয়ে সামনে আসেন কাজা সোকোলা।

মডেলিং ছেড়ে কাজা সোকোলো এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছেন।