ইন্টারন্যাশনাল এমিতে বিজয়ী যারা

‘আটলান্টিক ক্রসিং’ ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের সবচেয়ে বড় পুরস্কারটি ঘরে তুলেছে

‘আটলান্টিক ক্রসিং’ ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের সবচেয়ে বড় পুরস্কারটি ঘরে তুলেছে। সেরা টিভি মুভি/মিনি–সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছে সিরিজটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজের গল্প। সিরিজটিতে উঠে এসেছে নাজি আক্রমণ থেকে বাঁচতে নরওয়ের হবু রানির মার্কিন যুক্তরাষ্ট্রে পলায়ন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে তাঁর যোগাযোগ।

এ ছাড়া সেরা ড্রামা সিরিজ বিভাগে স্পাই থ্রিলার ‘তেহরান’ এবং সেরা কমেডি শাখায় ফরাসি সিরিজ ‘কল মাই এজেন্ট!’–এর চতুর্থ মৌসুম সেরার পুরস্কার পেয়েছে।

এমির মঞ্চে ’তেহরান’ সিরিজের কলাকুশলীরা
এএফপি

পুরস্কারের পুরো তালিকা
টিভি মুভি/ মিনি সিরিজ
আটলান্টিক ক্রসিং
ড্রামা সিরিজ
তেহরান
কমেডি
কল মাই এজেন্ট (চতুর্থ মৌসুম)
সেরা অভিনেত্রী
হেইলি স্কুয়ায়েজ
সেরা অভিনেতা
ডেভিড ট্যানেট

প্রামাণ্যচিত্র
হোপ ফ্রোজেন: আ কোয়েস্ট টু লিভ টোয়াইস
আর্টস প্রোগ্রামিং
কুব্রিক বাই কুব্রিক
নন–ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউএস প্রাইম টাইম প্রোগ্রাম
টোয়েন্টি ফার্স্ট অ্যানুয়াল ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডস
নন–স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট
দ্য মাস্কড সিঙ্গার
শর্ট ফর্ম সিরিজ
ইনসাইড
টেলিনভেলা
দ্য সং অব গ্লোরি

সেরা কমেডির পুরস্কার পেয়েছে ‘কল মাই এজেন্ট’ (চতুর্থ মৌসুম)
এএফপি

নিউইয়র্কে ইন্টারন্যাশন্যাল এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আজীবন সম্মাননা দেওয়া হয় জার্মান পাবলিক ব্রডকাস্টার জেডডিএফের মহাপরিচালক থমাস বেলুটকে। এবারের আসরে ২৪টি দেশের ৪৪টি মনোনয়ন ছিল।