এবারও টাকার খেলা
‘স্কুইড গেম’–এর প্রথম সিজনে যাঁদের আশ মেটেনি, তাঁদের জন্য সুখবর। আসছে দ্বিতীয় সিজন। ৯ নভেম্বর সংবাদ সংস্থা এপির সঙ্গে আলাপে সিরিজটির নির্মাতা হং দুং ইয়ক বলেছেন, দ্বিতীয় সিজনের এতটাই চাহিদা যে এটি নির্মাণ না করার কোনো সুযোগ দর্শক রাখেননি।
২০১৯ সালে প্রথমবার সিরিজটি ঘোষণা থেকে নির্মাণ পর্যন্ত সময় লাগে দুই বছর। কিন্তু প্রোডাকশনের অনেক কিছুই এবার প্রস্তুত আছে। এবার তাই নির্মাণে সময় কম লাগবে। আশা করা যাচ্ছে, ২০২২ সালের শেষ দিকে দর্শকের সামনে হাজির হবে ‘স্কুইড গেম ২’।
বর্তমানে সিনেমা বানানোর কাজে ব্যস্ত হং দুং। ‘কো ক্লাব’ (কিলিং ওল্ড মেন ক্লাব) নামের এই ছবিতে ভিন্ন ভিন্ন প্রজন্মের দ্বন্দ্ব তুলে ধরা হবে। নির্মাতা ‘ভ্যারাইটি’ সাময়িকীকে বলেছেন, এই কাজ শেষ করেই ‘স্কুইড গেম’–এর কাজে নেমে পড়বেন। ২০০৮ সালে প্রথম সিজনের চিন্তা করার পর গল্প সাজাতে অনেক সময় পেয়েছিলেন। প্রথম দুই এপিসোডের স্ক্রিপ্ট চূড়ান্ত করতেই লেগেছিল ছয় মাস।
এরপর বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের দেওয়া কিছু সূত্র ধরে গল্প বুনেছেন। এবার যেহেতু সময় কম, তাই একার বদলে কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সিজনের গল্প লিখতে চান।
যেমন হবে দ্বিতীয় সিজন
এপির সঙ্গে আলাপে দ্বিতীয় সিজনের গল্প বিষয়েও একটা ইঙ্গিত দিয়েছেন হং দুং ইয়ক। তিনি বলেছেন, গল্পটা তাঁর মাথায় আছে। কেমন হবে এখনই বলা মুশকিল। তবে সং গি হুন (মূল চরিত্র) আবার ফিরে আসবে। এবার সে নিপীড়িত ব্যক্তিদের হয়ে কিছু একটা করবে। আধুনিক পুঁজিবাদী সমাজে গি হুনের সে চেষ্টা হবে দুঃসাহসিক।
প্রথম সিজনের অনেক চরিত্রই বিভিন্ন পর্বে মারা গেছে।
দ্বিতীয় সিজনে ফ্ল্যাশব্যাকে ফিরবে তারা। এ ছাড়া এবার বেশির ভাগ চরিত্রই থাকবে নতুন। তবে সিরিজটি যেহেতু তুমুল জনপ্রিয়তা পেয়েছে, তাই বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে পরিচিত, এমন কাউকে দ্বিতীয় সিজনে মূল চরিত্রগুলোর মধ্যে রাখা হবে। হং দুং বলেছেন, হতে পারেন তিনি ‘ট্রেন টু বুসান’খ্যাত গং ইয়ু।
শুধু যে তারকাখ্যাতির কারণেই গং ইয়ু থাকছেন, তা কিন্তু নয়। প্রথম সিজনে তিনি ছিলেন খেলোয়াড় সংগ্রাহক। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা যায় আবার শুরু হয়েছে স্কুইড গেম। সুতরাং দ্বিতীয় সিজনে গেমের খেলোয়াড় সংগ্রহের জন্য পরিচালক স্বাভাবিকভাবেই গং ইয়ুর চরিত্রকে হাজির করতে পারবেন। আর শেষ দৃশ্যে মূল চরিত্র সং গি হুনকে দেখা গেছে লাল চুলে। দর্শকদের কাছে এটি সাধারণ মনে হলেও ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন ‘রেডিও টাইমস’কে পরিচালক বলেছেন, এটি বোঝায় যে টাকার পেছনে ছুটতে ছুটতে অর্থকড়ির ওপর বীতশ্রদ্ধ সং গি হুন। সুতরাং দ্বিতীয় সিজনে তার ভূমিকাটা হবে ভিন্ন।