কে হবেন নতুন বন্ড, মত দিলেন পুরোনো বন্ড

বারবার একই প্রশ্নের জবাব দিতে দিতে রীতিমতো বিরক্ত পিয়ার্স ব্রসন্যান, ‘পরবর্তী জেমস বন্ড হিসেবে কাকে উপযুক্ত মনে করেন?’ বহুবার এর জবাব দিয়েছেন এই অভিনেতা। নিজে চারটি বন্ড সিনেমা করে যেন এই সিরিজের গুরুত্বপূর্ণ অভিভাবক হয়ে গেছেন তিনি।

পিয়ার্স ব্রসন্যান। ছবি: ইনস্টাগ্রাম

জেমস বন্ড হিসেবে বর্তমানে তরুণদের চোখে লেগে আছেন ড্যানিয়েল ক্রেগ। এ বছর আসছে এ তাঁর অভিনীত শেষ বন্ড। এরপর? তাঁর জায়গায় জেমস বন্ড হিসেবে কাকে নেওয়া হবে? বিভিন্ন ফোরামে উঠে এসেছে ইদ্রিস আলবা, টম হার্ডি, টম হিডলস্টনের নাম। এগুলোর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে আরকটি নাম—ব্রিজারটন সিরিজখ্যাত ব্রিটিশ অভিনেতা রেগে-জঁ পেইজ।

ইদ্রিস আলবা, টম হার্ডি, টম হিডলস্টন ও রেগে-জঁ পেইজের নাম এসেছে নতুন বন্ড হিসেবে। ছবি: কোলাজ, এএফপি

তাঁদের মধ্যে পরবর্তী জেমস বন্ড হিসেবে কে উপযুক্ত? সম্প্রতি আবারও পিয়ার্সকে এই প্রশ্ন করেছিল পিপল সাময়িকী। ব্রসন্যান বলেন, ‘ইদ্রিস আলবার কথা মনে এল। পর্দায় তাঁর উপস্থিতি খুবই শক্তিমান। বন্ড হিসেবে তাঁকে মানাবেও চমৎকার।’ এ ছাড়া পিয়ার্স বলেন, ‘টম হার্ডিও ভালো, সাহসী ছেলে। সে–ও সবকিছু তছনছ করে দিতে পারে।’
যদিও ব্রসন্যান স্বীকার করেছেন, পরবর্তী জেমস বন্ড হিসেবে প্রযোজকেরা কাকে নেবেন, এ সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। উল্টো প্রশ্নকর্তাকে তিনি বলেছেন, ‘আপনারাই ভালো বলতে পারবেন। মনে হয় বন্ড হিসেবে ড্যানিয়েল এক অমোচনীয় ছাপ রেখে যাচ্ছে। প্রযোজকেরা ব্যতিক্রমী কাউকেই নেবেন।’

ড্যানিয়েল ক্রেগ। ছবি: ইনস্টাগ্রাম

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আসছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত শেষ বন্ড ছবি নো টাইম টু ডাই। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, ডাই অ্যানাদার ডে—এই চার বন্ড ছবিতে অভিনয় করেছিলেন পিয়ার্স। টিমোথি ডাল্টনের পর এই সিরিজে যুক্ত হয়েছিলেন তিনি। তাঁর পরই বন্ড হন ড্যানিয়েল ক্রেগ। সূত্র: পিপল