কেট, প্রিয়াঙ্কাদের যত আক্ষেপ

হ্যালি বেরি, প্রিয়াঙ্কা চোপড়া ও কেট উইন্সলেটকোলাজ: আমিনুল ইসলাম

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) এসে যেন নায়িকাদের সব আক্ষেপ উছলে উঠল। একেকজন তাঁদের অভিনয়জীবনের একেক আক্ষেপ নিয়ে কথা বললেন এবারের আসরে। কারও কথায় উঠে এল বর্ণবৈষম্য নিয়ে আক্ষেপ, কেউ বললেন যৌন হয়রানি প্রসঙ্গে। টরন্টো উৎসবের বিশ্বমঞ্চ যেন হয়ে উঠেছে মন খুলে কথা বলার আসর। চলুন জেনে নিই নায়িকাদের আক্ষেপের কথাগুলো।

২০০২ সালে ‘মনস্টার্স বল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন হ্যালি বেরি
সংগৃহীত
‘অস্কার জেতার পরদিন সকালে আমি ভেবেছিলাম, বাহ্, আমি একটা নতুন দ্বার খুলে দিলাম। কিন্তু এরপর আর দ্বিতীয় কেউ আমার জায়গায় এল না।’
হ্যালি বেরি

অস্কার নিয়ে অস্কারজয়ী হ্যালি বেরির আক্ষেপ

২০০২ সালে ‘মনস্টার্স বল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন হ্যালি বেরি। কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম কোনো নারী, যিনি এই বিভাগে অস্কার জিতেছিলেন। কিন্তু এরপর আর দ্বিতীয় কেউ হ্যালি বেরির জায়গা নিতে পারেননি। আর এ নিয়ে আক্ষেপ তাঁর মনে।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বছর স্থান পেয়েছে হ্যালি বেরি পরিচালিত ছবি ব্রুইসড। এতে অভিনয়ও করেছেন তিনি। ছবিটি অর্জন করেছে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা। করোনাভাইরাসের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় উৎসবে সশরীরে হাজির হতে পারছেন না ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী ও নির্মাতা। তবে গণমাধ্যমের সঙ্গে ভার্চ্যুয়াল সাক্ষাৎকার ও প্রেস কনফারেন্সে ঠিকই হাজির হচ্ছেন তিনি। মার্কিন সাময়িকী ভ্যারিইটিকে এই ‘ব্রুইসড’ ছবির জের ধরেই একটি ভার্চ্যুয়াল সাক্ষাৎকার দিয়েছেন হ্যালি বেরি। আর সেখানেই তাঁর কণ্ঠ থেকে ঝরে পড়েছে আক্ষেপের সুর।

নিজের পরিচালিত প্রথম ছবি ‘ব্রুইসড’–এর দৃশ্যে হ্যালি বেরি
টিআইএফএফের সৌজন্যে

হ্যালি বেরি তাঁর অস্কারজয়কে নিজের অভিনয়জীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অস্কার জেতার পরদিন সকালে আমি ভেবেছিলাম, বাহ্, আমি একটা নতুন দ্বার খুলে দিলাম। কিন্তু এরপর আর দ্বিতীয় কেউ আমার জায়গায় এল না। তখন নিজের কাছে প্রশ্ন করতে হলো, আমার জয় কি আসলেই ইতিহাসের একটা তাৎপর্যপূর্ণ অধ্যায় ছিল নাকি এটা শুধু আমার একার অর্জন? এটা ইতিহাস নয়, শুধুই একটা বিশেষ দিন মাত্র! আমি বিশ্বাস করতে চেয়েছিলাম, অস্কার জয় একটি বিরাট ব্যাপার। এই অর্জন হয়তো আমার ধারণার চেয়েও বড়। কিন্তু না, আমি ভুল ছিলাম।’

হ্যালি বেরি মনে করেন, তাঁর জয়ের পরের বছরগুলোতে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতার যোগ্যতা আরও অনেক কৃষ্ণাঙ্গ অভিনেত্রীরই ছিল। কিন্তু অস্কারের গায়ে লেগে থাকা ‘শ্বেতমহত্ত্ব’–এর কালিমা ইতিহাসে উঠতে দেয়নি আর নতুন কোনো কৃষ্ণাঙ্গ অভিনেত্রীর নাম। হ্যালি বেরি মনে করেন, বিগত বছরগুলোয় ‘হ্যারিয়েট’ সিনথিয়া এরিভো, ‘লাভিং’ ছবির রুথ নেগা অস্কার মনোনয়নের পাশাপাশি অস্কার জয়েরও যোগ্য ছিলেন।

‘ওয়ান্ডার হুইল’ ছবিতে কেট উইন্সলেট
ট্রেলার থেকে নেওয়া
‘এমন ঘৃণ্য কাজ করে মানুষ এত উঁচু সম্মানজনক পর্যায়ে কীভাবে পৌঁছাতে পারে, তা আমি ভাবতেও পারি না। এটা অবিশ্বাস্য। অতীতকে তো বদলাতে পারব না। কিন্তু আমি তাঁদের সঙ্গে কাজ করেছি বলে, সেই দায় আমাকে স্বীকার করতেই হবে।’
কেট উইন্সলেট

উডি–রোমানের নায়িকা হয়ে এখনো আক্ষেপে কেট

রোমান পোলানস্কির ‘কারনেজ’ (২০০২) ও উডি অ্যালেনের ‘ওয়ান্ডার হুইল’ (২০১৭) ছবিতে অভিনয় করেছেন কেট উইন্সলেট। এই দুই নির্মাতা গত বছরগুলোতে নারীর ওপর যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তাঁদের ছবির নায়িকা হিসেবে কেট উইন্সলেট এর আগে বিভিন্ন সময় এই দুই নির্মাতাকে নিয়ে অনেক ভালো কথা বলেছিলেন। এবার টরন্টো চলচ্চিত্র উৎসবে কেটকে তাঁর এই দুই নির্মাতাকে নিয়ে আবার প্রশ্ন করা হয়। এবার কেট উইন্সলেট প্রকাশ করেন একরাশ আক্ষেপ।

রোমান পোলানস্কির সঙ্গে কেট
সংগৃহীত

‘অ্যামোনাইট’ ছবির সূত্র ধরে ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন কেট উইন্সলেট। এতে উডি অ্যালেন ও রোমান পোলানস্কি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘এমন ঘৃণ্য কাজ করে মানুষ এত উঁচু সম্মানজনক পর্যায়ে কীভাবে পৌঁছাতে পারে, তা আমি ভাবতেও পারি না। এটা অবিশ্বাস্য। অতীতকে তো বদলাতে পারব না। কিন্তু আমি তাঁদের সঙ্গে কাজ করেছি বলে, সেই দায় আমাকে স্বীকার করতেই হবে।’

উল্লেখ্য, উডি অ্যালেনের বিরুদ্ধে তাঁর মেয়ে ডিলান যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। আর রোমান পোলানস্কির বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মেয়ে ধর্ষণের অভিযোগ আছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে।

উডি অ্যালেনের সঙ্গে ‘ওয়ান্ডার হুইল’ ছবির সেটে কেট
সংগৃহীত
‘আমি পাঁচ মাস ধরে লস অ্যাঞ্জেলেসে আছি। আমার মনে হয় না গত দুই দশকের মধ্যে এত লম্বা সময় এক জায়গায় থাকা হয়েছে। এবারই প্রথম এত দিন ধরে এক জায়গায় থাকলাম।’
প্রিয়াঙ্কা চোপড়া

ঘরে থাকা নিয়ে প্রিয়াঙ্কার আক্ষেপ

টরন্টো চলচ্চিত্র উৎসবে এ বছর প্রিয়াঙ্কা চোপড়ার কোনো ছবি নেই। তবে তিনি উৎসবের একটি বিশেষ আয়োজনের অংশ হয়েছেন। ১২ সেপ্টেম্বর উৎসবের ইনস্টাগ্রাম পাতা থেকে অনুষ্ঠিত একটি ‘লাইভ’ আড্ডায় প্রিয়াঙ্কা অংশ নেন অতিথি হিসেবে। টরন্টো চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর এই ইনস্টাগ্রাম লাইভ সঞ্চালনা করেন। ‘গ্লোবাল স্টার’ হিসেবে এ আয়োজনের অতিথি হন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, আগামী বছর নাগাদ বাজারে চলে আসবে তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’
সংগৃহীত

আড্ডায় উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার বর্তমান ব্যস্ততা, সামনের দিনের কাজ আর করোনাকালের আক্ষেপের কথা। প্রিয়াঙ্কা জানান, করোনাকাল তিনি কাটাচ্ছানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাঁর ও স্বামী নিক জোনাসের নতুন বাড়িতে। এই সময় প্রিয়াঙ্কা তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’–এর কাজ করছেন। আর আক্ষেপের কথা প্রসঙ্গে পিসি (প্রিয়াঙ্কার ডাকনাম) বলেন, ‘আমি পাঁচ মাস ধরে লস অ্যাঞ্জেলেসে আছি। আমার মনে হয় না গত দুই দশকের মধ্যে এত লম্বা সময় এক জায়গায় থাকা হয়েছে। এবারই প্রথম এত দিন ধরে এক জায়গায় থাকলাম।’

এর মধ্যেই পিসি শুরু করবেন পরপর কয়েকটি হলিউডের ছবি ও ওয়েব কনটেন্টের কাজ
ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কা চোপড়া জানান, আগামী বছর নাগাদ বাজারে চলে আসবে তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’। এর মধ্যেই পিসি শুরু করবেন পরপর কয়েকটি হলিউডের ছবি ও ওয়েব কনটেন্টের কাজ।