কোয়ারেন্টিনে জনি ডেপ ইনস্টাগ্রামে

হলিউড তারকা জনি ডেপ। ছবি: রয়টার্স
হলিউড তারকা জনি ডেপ। ছবি: রয়টার্স

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ক্যাপ্টেন ‘জ্যাক স্প্যারো’ ওরফে ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র উইলি ওয়াঙ্কা ওরফে জনি ডেপ এখন কোয়ারেন্টিনে। ব্যক্তিজীবনকে তিনি সিনেমার মতো করে পর্দার তুলে আনতে চান না। আড়ালেই সেটা কাটিতে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু এই লকডাউন, কোয়ারেন্টিন ৫৬ বছর বয়সী জনি ডেপকেও নিয়ে এল পর্দায়। ছোট্ট সে পর্দার নাম ইনস্টাগ্রাম।

এক দিনও হয়নি ইনস্টা নামের গ্রামে ঘর বেঁধেছেন জনি ডেপ। ইতিমধ্যে জুটে গেছে ২৭ লাখ অনুসারী। সেই দলে আছেন সোনম কাপুর, তাঁর বোন রিয়া কাপুর, বাণী কাপুর, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়া, সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি, পেনলেপ ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, হুমা কুরেশিসহ আরও অনেকে। অন্যদিকে জনি ডেপ ‘অনুসরণ’ করছেন ৯৫ জনকে। তাঁদের মধ্যে আছেন পেনলেপ ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, অপরাহ উইনফ্রে, এলেন ডিজেনারেস, অরল্যান্ডো ব্লুম, নাওমি ক্যাম্পবেল, জন লেননরা।

ভক্তরা জানেন, অভিনয়ের পাশাপাশি গানটাও দারুণ ভালোবাসেন জনি। ব্রিটিশ রক ব্যান্ড দ্য ইয়ার্ডবার্ডের সাবেক গিটারিস্ট জেফ বেকের সঙ্গে মিলে কয়েক বছর ধরে একটি অ্যালবামের কাজ করছিলেন তিনি। জন লেননের ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘আইসোলেশন’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়ে পোস্ট করেছেন জনি। বাজিয়েছেন ৭৫ বছর বয়সী জেফ বেক। জনি ডেপ গানটি প্রকাশ করে লিখেছেন, তাঁদের দুজনের পক্ষ থেকে করোনার দিনে ইনস্টাগ্রামে ভালোবাসা নেমে এসেছে আইসোলেসন গান হিসেবে।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতে জনি ডেপ। ছবি: সংগৃহীত
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতে জনি ডেপ। ছবি: সংগৃহীত

২০১৫ সালে ‘হলিউড ভ্যাম্পায়ারস’ নামে একটা রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন জনি। এর লিড গিটারিস্ট ও গায়ক ছিলেন তিনি। তিন সদস্যের বাকি দুজন হলেন অ্যালিস কুপার ও জো পেরি। ২০১৫ সালে ব্যান্ডের নামে প্রথম অ্যালবাম বের করেন তাঁরা। আর ২০১৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘রাইজ’। এতে ‘ওয়েলকাম টু বুশওয়াকার্স’ গানে বাজিয়েছেন জেফ বেক।

এর আগে ৮ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে জনি ডেপ করোনার দিনগুলো নিয়ে বলেন, ‘বিশ্বে এর আগেও অদৃশ্য শত্রুই ভয়ংকর করুণ ট্র্যাজেডি লিখেছে। এই দুঃসময়ে আমাদের দূরে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ঘরে থেকে আপনার দিনকে আলোকিত করুন। সৃজনশীলতার চর্চা করার এই তো সময়। যা মনে হয় আঁকুন, পড়ুন, ভাবুন, শিখুন, ভিডিও করুন, বাদ্যযন্ত্র বাজান, না পারলে বাজানো শিখুন।’ এই ভিডিওর আগে একটি ছবি দিয়ে জানিয়েছিলেন, ইনস্টাগ্রামে এসেছেন তিনি। আর শিগগির ভক্তদের জন্য কিছু একটা নিয়ে আসছেন। সেই ‘কিছু একটা’ হলো এই ডিডিও। একটা ছবি, একটা ভিডিও আর একটা গান। আপাতত এত তিনটি পোস্ট জমা হয়েছে জনির ইনস্টাগ্রামে। ২৪ ঘণ্টায় খারাপ কী?

এর আগে জনি ডেপ জানিয়েছিলেন, তিনি ইন্টারনেট খুব ভয় পান। ভয়ে গুগোলই করেন না। মোটেও প্রযুক্তিপ্রেমী নন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ১০০ হাত দূরেই নিরাপদ বোধ করেন। তাঁকে নিয়ে মিডিয়ার আজেবাজে লেখা, গুজব, মিথ্যে কথা, ট্রল এসবে খুবই ভয় পান তিনি। এসব যে ভুয়া, সেই বিষয়ে বিবৃতি দিতেও জঘন্য লাগে তাঁর। তাই এসব না দেখা, গা বাঁচিয়ে নিজের মতো চলাকেই শ্রেয় মনে করতেন এত দিন। তবে এখন মনে হচ্ছে, কোয়ারেন্টিন জনি ডেপকে সাহসী করে তুলেছে।