জনি বা এমা-কাউকেই জায়গা দিচ্ছেন না মার্গো

মার্গোকে দেখা যাবে হলিউডের সাদাকালো যুগের নায়িকা ক্লারা বোর ভূমিকায়ছবি: ইনস্টাগ্রাম

মাত্র সাত বছরের হলিউডের ক্যারিয়ারে মার্গো রবির যে অর্জন, তা হলিউডের যেকোনো মহারথির জন্য ঈর্ষণীয়। ৩০ বছর বয়সে তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন দুবার। ২০১৯ সালের টাইম সাময়িকীর জরিপ অনুযায়ী, তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। কোনো তারকাই টিকে থাকতে পারছেন না মার্গোর অভিনয়ের দাপটের কাছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির পরের ছবিতে জনি ডেপের জায়গায় দুর্ধর্ষ জলদস্যুরূপে দেখা যাবে মার্গো রবিকে। পুরুষ যদি জলদস্যু হয়, নারী কেন নয়! ড্যামিয়েন শ্যাজেলের লা লা ল্যান্ড সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার স্পর্শ করেছিলেন এমা স্টোন।

তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম

আর এই পরিচালকের পরের ছবিতে এমাকে সরিয়ে সেই জায়গা নিয়েছেন আর কেউ নন, মার্গো রবি।

ব্যাবিলন নামের ওই ছবিতে মার্গো পর্দা ভাগাভাগি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছবির সহশিল্পী ব্রাড পিটের সঙ্গে। এখানে মার্গোকে দেখা যাবে হলিউডের সাদাকালো যুগের নায়িকা ক্লারা বোর ভূমিকায়। অন্যদিকে পিটকে দেখা যাবে নির্বাক যুগের হলিউড অভিনেতা জন গিলবার্টের চরিত্রে। লা লা ল্যান্ড-এর মতো এই পিরিয়ড ড্রামা ছবিটিরও ১৮০ পৃষ্ঠার চিত্রনাট্য লিখেছেন শ্যাজেল। ছবির বাজেট ১০০ মিলিয়ন ডলার বা ৮৪৮ কোটি ১৩ লাখ টাকা। ছবিটি পরিচালনা করবেন লা লা ল্যান্ড-এর প্রযোজক মার্ক প্ল্যাট।

এই মুহূর্তে মার্গো হলিউডের ব্যস্ততম তারকাদের একজন
ছবি: ইনস্টাগ্রাম

এই মুহূর্তে মার্গো হলিউডের ব্যস্ততম তারকাদের একজন। মার্গো রবিকে এরপর দেখা যাবে পিটার র‍্যাবিট টু: দ্য রানওয়ে ছবিতে। এর আগে দ্য সুইসাইড স্কোয়াড ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সূত্র: দ্য হলিউড