জাডার সম্মান কি স্মিথকেই বাঁচাতে হতো

অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ ও স্ত্রী জাডা পিংকেট স্মিথ

ঘটনার পরমুহূর্তেই ক্রিস রক টের পেয়েছিলেন, এ বছর অস্কারে উইল স্মিথের সঙ্গে তাঁর ঝগড়ার বিষয়টি সংবাদের শিরোনাম হতে যাচ্ছে, যাকে তিনি ব্যাখ্যা করেছেন টেলিভিশনের ইতিহাসের স্মরণীয় রাত।

আরও পড়ুন
উইল স্মিথ ও তাঁর স্ত্রী এসেছিলেন অস্কার অনুষ্ঠানে

ঘটনার ভিডিওটি যাঁরা দেখেননি, তাঁদের জন্য বলে নেওয়া যাক। অস্কার মঞ্চে দাঁড়িয়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে ঠাট্টা করেছেন রক। তাঁর চুলঝরা টেকো মাথাকে ইঙ্গিত করে বলেছেন, ‘জিআই জেন টু’ দেখার অপেক্ষায় আছেন। অ্যালোপেশিয়ায় আক্রান্ত জাডাকে দেখতে লাগছিল ‘জিআই জেন’ ছবির ন্যাড়া মাথার অভিনেত্রীটির মতো। মুহূর্তের মধ্যে স্মিথ মঞ্চে গিয়ে তাঁকে থাপ্পড় মারেন। মুখে বলেন, ‘তোমার নোংরা মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’

আরও পড়ুন
অস্কার অনুষ্ঠানের পর স্ত্রী জাডা পিংকেট স্মিথ, মেয়ে উইলো স্মিথের সঙ্গে উইল স্মিথ এবং ছেলে জ্যাডেন স্মিথ ও ট্রে স্মিথ। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের ওয়ালিস অ্যানেনবার্গ সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে
ছবি: এএফপি

কিছু লোক স্মিথের এই কাণ্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, স্ত্রীর সম্মান বাঁচাতে তিনি এটা ঠিকই করেছেন। কিন্তু এই কথাও অনেকের ভালো লাগেনি। অনেকেই একমত পোষণ করেছেন যে, শারীরিক আক্রমণ না করে অন্য উপায়েও প্রিয় মানুষের পাশে দাঁড়ানো যেত। আবার এ প্রশ্নও উঠেছে, জাডার সম্মান কি স্মিথকেই বাঁচাতে হতো? অর্থাৎ নারীর ‘সম্মান’ বাঁচাতে কি পুরুষকেই দরকার? স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য বহু লোক স্মিথের প্রশংসা করেছেন। আবার আরেকটি পক্ষ বলছে, জাডা পিংকেট স্মিথ একজন প্রাপ্তবয়স্ক নারী এবং ঘটনার জবাব দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম। চাইলে তিনি নিজেই জবাব দিতে পারতেন!

ফার্গো ছবিতে অভিনয় করেছেন ক্রিস রক
ছবি: ক্রিসের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

পরে সন্ধ্যায় অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন উইল স্মিথ। তিনি অভিনয় করেছিলেন রিচার্ড উইলিয়ামসের জীবনীচিত্র ‘কিং রিচার্ড’-এ, ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায়। প্রতিক্রিয়া জানাতে এসে স্মিথ একাডেমি কর্তৃপক্ষ ও মনোনয়ন পাওয়া সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেন। সঙ্গে এ–ও বলেন, ‘আমি আসলে পাগলাটে ওই বাবার (রিচার্ড উইলিয়ামস) মতো। কিন্তু ভালোবাসাই মানুষকে এসব পাগলামি করিয়ে নেয়।’ তাঁর এ বক্তব্য আরও সমালোচনার জন্ম দেয়। আবার বহু লোক মত দিয়েছেন, দুই অভিনেতাই ভুল করেছেন।

কিন্তু একটা জিনিস পরিষ্কার। খবরের শিরোনামগুলো স্মিথ ও রকের ওপর আলো ফেলেছে। মূল কাহিনি থেকে প্রায় মুছে গেছেন জাডা স্মিথ।