জিতেও দুশ্চিন্তা ইউক্রেন নিয়ে

আন্তর্জাতিক গানের প্রতিযোগিতা ‘ইউরো ভিশন সং কনটেস্ট’-এ এবার বিজয়ী হয়েছে ইউক্রেনের র‍্যাপ গানের দল কালুশ অর্কেস্ট্রা
ছবি: টুইটার

আন্তর্জাতিক গানের প্রতিযোগিতা ‘ইউরো ভিশন সং কনটেস্ট’-এ এবার বিজয়ী হয়েছে ইউক্রেনের র‍্যাপ গানের দল কালুশ অর্কেস্ট্রা। নিয়ম অনুয়ায়ী বিজয়ী দেশে পরের বছর আয়োজন করা হয় এই গানের প্রতিযোগিতা। কিন্তু দেশটিতে যুদ্ধ চলায় শঙ্কার তৈরি হয়েছে আয়োজনে। বিজয়ের মুকুট পরেও ইউক্রেন কি পারবে এই প্রতিযোগিতার আয়োজক হতে?

বিজয়ের মুকুট পরেও ইউক্রেন কি পারবে এই প্রতিযোগিতার আয়োজক হতে?
ছবি: টুইটার

কালুশ অর্কেষ্টার প্রধান ভোকাল ওলেহ সিউক গণমাধ্যমে বলেন, ‘আমি নিশ্চিত পরবর্তী বছর ইউক্রেন ইউরো ভিশন কনটেস্টের নতুন হোস্ট হতে পেরে খুশিই হবে। এভাবে ইউক্রেনবাসী খুশি হবে বলে আমার বিশ্বাস।’ অবশ্য বড় এই গানের প্রতিযোগিতায় দেশের র‍্যাপ গানের দলের বিজয়ের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘পরের বছর ইউক্রেন হবে হোস্ট। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এক দিনের জন্য ইউরো ভিশনের অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য হোস্ট হব।’

‘ইউরো ভিশন সং কনটেস্ট’-এর লগো
ছবি: টুইটার

তারপরও পরিস্থিতি বুঝে গানের এই প্রতিযোগিতাটি ইউক্রেনে আয়োজন করা সম্ভব না হলেও তারা অন্য ব্যবস্থা নেবে বলে জানিয়েছে, মূল আয়োজক প্রতিষ্ঠান ইউরোপিয়ান ব্রড কাস্টিং ইউনিয়ন। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন এর মধ্যে ইউক্রেন পরিস্থিতি ভালো হবে। যুদ্ধ বিদায় নিয়ে শান্তিপূর্ণ ইউক্রেনে নতুন কেতন উড়বে। তবে আয়োজনটি করতে হলে এটা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে জানিয়ে দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে হতে পারে হোস্ট।

গানের এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল ১৪ মে
ছবি: টুইটার

গানের এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল ১৪ মে। ৬৬তম এই প্রতিযোগিতায় এবার বাধা হতে পারেনি করোনা। পরিস্থিতি বুঝে এবারের আয়োজন গত বছরের চেয়েও অনেক জাঁকজমক ছিল। ইউরোপের অন্যতম এই আয়োজন তরুণ শিল্পীদের জন্য অনেক আগ্রহের। এবারের আয়োজনে রাশিয়ার প্রতিযোগীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এর অন্যতম কারণ ছিল রাশিয়ার ইউক্রেন হামলা। গত বছর পুরস্কার জেতেন ইতালিয়ান রক ব্যান্ড মেনিস্কিন। যে কারণে চলতি বছর ইতালিতে বসেছিল এই আসর।