জেন্ডায়ার দিকে শত শত পাপারাজ্জির চোখ

কাজে ফিরেছেন জেন্ডায়া। নিজের ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ডাবিং স্টুডিওতে ঢুকেছেন তিনি। চার দিন আগে কাজে ফিরলে হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁকে নিয়ে এভাবে লেখা হতো না। কিন্তু এই চার দিনের মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।

জেন্ডায়া এমি জিতেছেন ইউফোরিয়া সিরিজের জন্য
এএফপি

মুখে মাস্ক, গায়ে রংধনু আঁকা পাতলা ঢোলা সাদা টি–শার্ট, কালো প্যান্ট আর সাদা কেডস। কোঁকড়া চুলগুলো স্বাধীন। কালো গাড়ির দরজা খুলে বেরিয়ে একটি স্টুডিওর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ২৪ বছর বয়সী মার্কিন অভিনয়শিল্পী জেন্ডায়া।

কাজে ফিরেছেন জেন্ডায়া। নিজের ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ডাবিং স্টুডিওতে ঢুকেছেন তিনি। চার দিন আগে কাজে ফিরলে হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁকে নিয়ে এভাবে লেখা হতো না। কিন্তু এই চার দিনের মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি। শত শত পাপারাজ্জি দিনরাত এক করে চোখ রাখছে তাঁর ওপর।

জেন্ডায়া
ইনস্টাগ্রাম
তরুণদের ওপর ভরসা রাখুন (তবে আমার অভিনীত চরিত্রের ওপর নয়)। রাস্তায় যেসব তরুণ একটা স্বপ্ন নিয়ে হাঁটছে, তাঁদের উদ্দেশে বলতে চাই, আমি তোমাদেরই একজন।
জেন্ডায়া

এমিকে বলা হয় ছোট পর্দার অস্কার। এ পুরস্কারের ৭২তম আসরে সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছেন সবচেয়ে ছোট শিল্পী জেন্ডায়া। ‘ইউফোরিয়া’য় হাইস্কুলে পড়া মাদকাসক্ত এক কিশোরী রু বেনেটের চরিত্রে অভিনয় করার জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী শাখায় তিনি এ পুরস্কার জিতেছেন। শুধু তা–ই নয়, রেজিনা কিংয়ের পর দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই শাখায় পুরস্কার জিতলেন জেন্ডায়া। মনোনয়নে জেন্ডায়ার সঙ্গে ছিলেন জেনিফার অ্যানিস্টোন (দ্য মর্নিং শো), অলিভার কোলম্যান (দ্য ক্রাউন), লরা লিনি (ওজার্ক), সান্ড্রা ওহ (কিলিং ইভ) ও জোডি কোমার (কিলিং ইভ)। বাঘা বাঘা এই অভিনয়শিল্পীরা হার মেনেছেন স্পাইডারম্যান: হোমকামিং–এর এই তরুণ তারকার কাছে।

রেড কার্পেটের সাজে বসার ঘর থেকে এমির লাইভে এসেছিলেন জেন্ডায়া। পুরস্কার পেয়ে কেমন লেগেছে তাঁর? ‘উদ্‌যাপন করার জন্য খুবই অদ্ভুত একটা সময়। তবু বলব, আপনারা তরুণদের ওপর ভরসা রাখুন (তবে আমার অভিনীত চরিত্রের ওপর নয়)। রাস্তায় যেসব তরুণ একটা স্বপ্ন নিয়ে হাঁটছে, তাঁদের উদ্দেশে বলতে চাই, আমি তোমাদেরই একজন। তোমাদের জন্য আমার ভালোবাসা’, বলেছিলেন জেন্ডায়া।