তিনি যদি এমা নন, তবে তিনি কে

এমা ওয়াটসন
ছবি: সংগৃহীত

‘হ্যারি পটার’ সিরিজের ম্যাজিক্যাল ছবিগুলো ছোট-বড় সবার প্রিয়। এই ছবিগুলো করে শৈশবেই তারকা বনে যান এমা ওয়াটসন। এই দুর্দান্ত চলচ্চিত্র সিরিজের প্রতিটিতেই তিনি হারমায়োনি গ্রেঞ্জার। সিরিজের দ্বিতীয় ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’-এর একটি দৃশ্যে অর্ধবিড়ালে পরিণত হন হারমায়োনি। কিন্তু সম্প্রতি জানা গেল, সেই দৃশ্যে আসলে এমা ছিলেন না। দ্বিতীয় ছবির এই দৃশ্য ছিল মনে রাখার মতো। আর সেখানেই কিনা ছিলেন না এমা! তবে কে হয়েছিলেন হারমায়োনি? আর কেনই-বা ছিলেন না এমা?

এমার অ্যালার্জিজনিত সমস্যা ছিল। এ কারণে বিড়ালের মেকআপ নিতে গিয়ে সমস্যা হতো। তাই এই দৃশ্যে এমার জায়গায় অভিনয় করেছিলেন আরেকজন। তিনি মাইলস ফ্লিক। ‘হ্যারি পটার’ সিরিজের তিনটি ছবিতে এমা ওয়াটসনের বডি ডাবল হিসেবে কাজ করেন মাইলস।

‘বিহাইন্ড দ্য ওয়ান্ড: স্টোরিজ ফ্রম দ্য হ্যারি পটার ফিল্মস’ পডকাস্ট অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন মাইলস। তিনি বলেন, ‘যখন এমাকে মেকআপ দেওয়া শুরু হয়, তখনই সে মেকআপে ব্যবহার করা আঠা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল। তখনই সে বলে ওঠে, “ওহ, কেন আমরা ফ্লিকের ওপরে মেকআপ করার চেষ্টা করি না?” এভাবেই দৃশ্যটিতে আমি ঢুকে যাই এবং এই অসাধারণ মেকআপ নিয়ে পুরো দৃশ্যটি আমাকে দিয়েই করানো হয়েছিল।’

‘হ্যারি পটার’ ছবিতে এমা ওয়াটসন
ছবি: সংগৃহীত

‘বিহাইন্ড দ্য ওয়ান্ড: স্টোরিজ ফ্রম দ্য হ্যারি পটার ফিল্মস’ শীর্ষক পডকাস্টটির সঞ্চালকও মাইলস। অনুষ্ঠানে ওই দৃশ্য নিয়ে আলাপ করার সময় তিনি এ তথ্য জানান। আর বলেন, ‘ওটা অবশ্যই আমি।’

আর মাইলসকে বিড়ালের চেহারা দিয়েছিলেন ব্রিটিশ মেকআপ বিশেষজ্ঞ নিক ডুডম্যান। তিনি ‘হ্যারি পটার’ সিরিজের সব কটি ছবিতে মেকআপের কাজ করেছিলেন। পাণ্ডুলিপি থেকে পর্দায় একটা জিনিস ফুটিয়ে তোলা কতটা কঠিন, ওই পডকাস্ট অনুষ্ঠানে জানান ডুডম্যান।