ধর্ষণের শিকার হয়েছিলেন পপ তারকা গাগা

লেডি গাগা

১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন লেডি গাগা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ তথ্য শেয়ার করেছেন এই পপতারকা। প্রিন্স হ্যারি ও অপরাহ উইনফ্রের প্রযোজনা ও উপস্থাপনায় অ্যাপল প্লাস টিভি সিরিজে ‘দ্য মি ইউ কান্ট সি’ শিরোনামে একটি নতুন শো শুরু হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্কারজয়ী এই সংগীত তারকা। সেখানেই এই কথা বলেন তিনি। গাগা জানান, পরবর্তী সময়ে এ ঘটনা তাঁর জীবনকে বদলে দেয়।

লেডি গাগা
২০০৫ সালে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে লেডি গাগা প্রথম মুখ খোলেন ২০১৪ সালে। ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানে তিনি এ ঘটনার বর্ণনা দেন। ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়, সেখানে এই গানটি ব্যবহার করা হয়।
লেডি গাগা

গাগা বলেন, ‘তিনি একজন সংগীত প্রযোজক। তিনি আমার সব অ্যালবাম পুড়িয়ে ফেলার হুমকি দেন। তিনি আমাকে ধর্ষণ করে ঘরের এক কোনায় ফেলে চলে যান। কারণ, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার বমি চলে আসে। এ ঘটনায় আমি “ট্রমাটাইজড” হয়ে পড়ি। মানসিকভাবে ভেঙে পড়ি। বেশ কয়েক বছর ধরে আমার চিকিৎসা চলে।’

আমি “মিটু মুভমেন্ট” নিয়ে খুব একটা স্বস্তিবোধ করি না। আামি ওই ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই না। বাকি জীবনে তাঁর চেহারাও দেখতে চাই না। দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি।
লেডি গাগা
লেডি গাগা
ইনস্টাগ্রাম

২০০৫ সালে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে লেডি গাগা প্রথম মুখ খোলেন ২০১৪ সালে। ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানে তিনি এ ঘটনার বর্ণনা দেন। ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়, সেখানে এই গানটি ব্যবহার করা হয়। এই প্রামাণ্যচিত্রটিতে যুক্তরাষ্ট্রে নারীরা কলেজজীবনে তাঁদের সঙ্গে ঘটা যৌন নিপীড়ন নিয়ে কথা বলেন। এই প্রামাণ্যচিত্রটি ২০১৬ সালে অস্কারে মনোনীত হয়।

আমার এই ট্রমা কাটিয়ে উঠতে সময় লেগেছে। কিন্তু আমি ফিরে এসেছি। নতুন শক্তিতে উঠে দাঁড়িয়েছি। আমি এই ঘটনা আর কখনোই মনে করতে চাই না।
লেডি গাগা

অস্কারজয়ী এই সংগীত তারকা আরও বলেন, ‘আমি “মিটু মুভমেন্ট” নিয়ে খুব একটা স্বস্তিবোধ করি না। আামি ওই ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই না। বাকি জীবনে তাঁর চেহারাও দেখতে চাই না। দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি। আমার এই ট্রমা কাটিয়ে উঠতে সময় লেগেছে। কিন্তু আমি ফিরে এসেছি। নতুন শক্তিতে উঠে দাঁড়িয়েছি। আমি এই ঘটনা আর কখনোই মনে করতে চাই না। আমি চাই না এ নিয়ে আমাকে কখনো প্রশ্ন করা হোক। আমি কেবল সবাইকে এই বার্তা দিতে চাই, এমন জঘন্য ঘটনা ঘটার পরেও জীবন শেষ হয়ে যায় না। জীবনের কাছ থেকে আপনার তখনো অনেক উপহার পাওয়া বাকি।’ গাগা জানান, ধর্ষণের শিকার নারীর কষ্ট তিনি জানেন।