‘প্যারাসাইট’ নির্মাতা হচ্ছেন ভেনিস উৎসবের জুরি প্রধান

বং জুন হো ও ‘প্যারাসাইট’ ছবির পোস্টার

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ‘প্যারাসাইট’ সিনেমার পরিচালক বং জুন হো। আগামী সেপ্টেম্বর মাসে বসতে যাচ্ছে এই উৎসবের আসর। বং দক্ষিণ কোরিয়ার প্রথম পরিচালক, যিনি মর্যাদাপূর্ণ এই উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পেলেন।

একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন বং জুন হো। অস্কারের ১০০ বছরের ইতিহাসে ২০২০ সালে প্রথমবারের মতো বিদেশি ভাষার সিনেমা শাখায় অস্কার জয় করে তাঁর ছবি ‘প্যারাসাইট’। এর আগে ২০১৯ সালে সিনেমাটি পায় কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘পাম দর’। এবার ভেনিস চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হয়ে আবারও রেকর্ড করলেন বং।

বং জুন হোর ‘প্যারাসাইট’ ছবির একটি দৃশ্য

‘ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাস আছে। এই চলচ্চিত্র উৎসবের নান্দনিক ঐতিহ্যের সঙ্গে আমাকে যুক্ত করায় আমি সম্মানিত।’ এক বিবৃতিতে এটি বলেন বং জুন হো। তিনি আরও বলেন, ‘একজন জুরি প্রধান হিসেবে, এমনকি একজন সিনেমাপ্রেমী হিসেবে আমি এই সম্মান গ্রহণ করতে এবং উৎসবে নির্বাচিত সব অসাধারণ সিনেমার প্রশংসা করতে প্রস্তুত। আমি খুবই আশাবাদী ও রোমাঞ্চিত।’
ভেনিস চলচ্চিত্র উৎসবের শিল্প নির্দেশক আলবার্তো বারবারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সবচেয়ে খুশির খবর হলো বং জুন হো এবারের আসরের জুরি প্রধান হতে সম্মতি জানিয়েছেন। তাঁর ভাষ্য, বং নিঃসন্দেহে বিশ্ব সিনেমার এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যিকারের ও প্রকৃত কণ্ঠস্বর।’ বারবারা বলেন, ‘একজন নিবিষ্ট, অনুসন্ধিৎসু এবং মুক্তমনা সিনেপ্রেমী হিসেবে আমাদের উৎসবে যুক্ত হওয়ার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’

দক্ষিণ কোরীয় সিনেমার অন্যতম মুখপাত্র বং অল্প কয়েক দিনেই জায়গা করে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রে। ২০০৩ সালের ‘মেমোরিজ অব মার্ডার’ সিনেমা দিয়ে বিশ্বে আলোড়ন তুলেছিলেন বং জুন হো। সামাজিক সমস্যা থেকে ব্যক্তিগত—বং জুন হোর সিনেমায় উঠে এসেছে মানবজীবনের নানা দিক। ২০০৬ সালের ‘দ্য হোস্ট’ প্রথম কোনো দক্ষিণ কোরীয় সিনেমা, যেটি টিকিট বিক্রি করে আয় করে ১০ মিলিয়ন ইউএস ডলার। সিনেমাটি দেখিয়েছে সৃজনশীলতা দিয়েও মোটা অঙ্কের ব্যবসা করা যায়।

বং জুন হোর ‘ওকযা’ ছবির একটি দৃশ্য

ভিনদেশি তারকাদের নিয়ে বং জুন হোর অন্যতম সিনেমা ‘স্নোপিয়ার্সার’। ক্রিস ইভান্স, জন হার্ট, টিলডা সুইনটনের মতো তারকারা অভিনয় করেছিলেন এই ছবিতে। ২০১৭ সালে নেটফ্লিক্সের ছবি ‘ওকজা’-ও তাঁর একটি আন্তর্জাতিক প্রযোজনা। ২০২০ সালের টাইম সাময়িকীর ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল-এর তালিকায় জায়গা করে নিয়েছেন বং।

মহামারি সত্ত্বেও আয়োজিত হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবের গত আসর। যদিও মূল আয়োজনের পরিসর কমিয়ে আনা হয়েছিল। ৭৭তম আসর আয়োজিত হয় গত সেপ্টেম্বর মাসে। ৭৮তম আসর বসবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর। সূত্র: ভ্যারাইটি