প্রকৃতি বাঁচাতে একজোট তারকারা

রবার্ট ডি নিরো ,কেট ব্লানচেট ও পেনেলোপে ক্রুজ
রবার্ট ডি নিরো ,কেট ব্লানচেট ও পেনেলোপে ক্রুজ

জুলিয়েত বিনোশ, কেট ব্লানচেট, রবার্ট ডি নিরো, হোয়াকিন ফিনিক্স, ম্যাডোনা, রুনি মারা, পেদ্রো আলমোদোভার, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু, অ্যাডাম ড্রাইভার, পেনেলোপে ক্রুজ, মনিকা বেলুচ্চিসহ বিশ্বের প্রথম শ্রেণির প্রায় ২০০ চলচ্চিত্র তারকা একজোট হলেন। তাঁরা সবাই সম্প্রতি একটি পিটিশনে স্বাক্ষর করে কথা দিয়েছেন, 'প্রাকৃতিক বাস্তুসংস্থান ভেঙে পড়ার ফলে যাতে ভবিষ্যতে কোভিড-১৯-এর মতো দুর্যোগ নেমে না আসে, সে জন্য আমরা যেন নিজেদের শুধরে নিই।'

 শত শত বছর ধরে আমরা মাটি, পানি, প্রাণী, বাতাসের সঙ্গে যা করে আসছি, সেখানে আর ফিরব না' বলে আবেদন করেছেন এই তারকারা। আর সে জন্য সবার লক্ষ্য, মূল্যবোধ আর অর্থনীতি ঢেলে সাজানোর জন্য বিশ্বনেতা আর বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। এই পিটিশন লেখা হয়েছে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ ও নৃবিজ্ঞানী আউরেলিয়েন বাররাউয়ের কলমে। গতকাল এই প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের জাতীয় দৈনিক লা মঁদে।

 পূর্ণ পিটিশনটি শুরু করা হয়েছে এভাবে, কোভিড-১৯ মহামারি একটা ট্র্যাজেডি। কী সবচেয়ে বেশি জরুরি—এই সংকটে এই প্রশ্নের উত্তর আরেকবার যাচাই করে নেওয়ার আহ্বান জানাচ্ছে। আর এটা স্পষ্ট যে কেবল এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এর কোনো সমাধান নয়। সমগ্র সিস্টেমটাই ঘুণে ধরা। যা চলছে, তা সংকটের চূড়ান্ত রূপ। সবকিছু একটা দিকেই নির্দেশ করছে, আমরা মারাত্মক হুমকির মুখে আছি। এই মহামারি শেষ হয়েও শেষ হবে না। বহুকাল ধরে বহু ক্ষেত্রে এর প্রভাব রেখে যাবে।

 এরপর বলা হয়েছে, 'আমরা আমাদের বিশ্বনেতাদের আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি পৃথিবীর মানুষদের। সবাই যাতে টেকসই নয় এমন সব ধারণাকে ছুড়ে ফেলে দেয়। পুরো সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজায়। আমাদের লক্ষ্য, মূল্যবোধ, অর্থনীতি সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে নতুন করে বুননের সময় এসে গেছে। ভোগের মোহে আমরা অসুস্থ হয়ে গেছি। এই পরিবেশ, প্রকৃতি, গাছ, প্রাণী—সবকিছু ধ্বংস করে ফেলেছি। আর সেটাই দূষণ, জয়বায়ু পরিবর্তন এসবের মধ্য দিয়ে বুমেরাং হয়ে ফিরে আসছে। আমরা এখন সবকিছু ভেঙে পড়ার একেবারে শেষ কিনারে দাঁড়িয়ে আছি।'

 এসব কারণেই আগের অবস্থায় ফিরে না যাওয়ার জন্য বিশ্বকে উদাত্ত আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র দুনিয়ায় নিজ নিজ ক্ষেত্রে জ্বলে ওঠা এই আইকনরা। এই পিটিশনে আরও বলা হয়েছে, শুধু প্রাকৃতিক কারণে নয়, সামাজিক বৈষম্য কমানোর জন্যও আমাদের আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। আমাদের এ জন্য সবাইকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়ে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। আমাদের আজ থেকেই কাজে লেগে যেতে হবে। এটা পরিবেশের সঙ্গে আত্মীয়তা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন।