প্রথমবার ১০০ মিলিয়নের মাইলফলক স্পর্শ

টম ক্রুজ। ছবি: টুইটার

টম ক্রুজের মনমেজাজ ভালো ছিল না। কারণ তাঁর প্রযোজিত ও অভিনীত মিশন ইমপসিবল সিনেমা সিরিজের নতুন কিস্তি কোভিডসহ নানা কারণে বারবার বিলম্বিত হয়েছে। ফলে প্রযোজক টমের পকেট থেকে অনেক টাকাপয়সা গচ্চা গেছে। অভিনেতার জন্য মন ভালো করা খবর নিয়ে এসেছে তাঁর অভিনীত নতুন ছবি টপ গান—মাভেরিক। ২৭ মে মুক্তির পর প্রথম উইকেন্ডেই ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি। মুক্তির পর প্রথম তিন দিনে কেবল উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ থেকেই ১২ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে টপ গান-এর সিকুয়েলটি। সারা বিশ্ব মিলিয়ে তিন দিনের আয় ২৪ কোটি ৮০ লাখ ডলার। ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা প্যারামাউন্ট পিকচার্সের স্থানীয় পরিবেশনা বিভাগের প্রেসিডেন্ট ক্রিস অ্যারনসন বলেন, ‘আয়ের এই অঙ্ক আশ্চর্যজনক, অবিশ্বাস্য। আমি সবার জন্য খুশি। কোম্পানির জন্য, টমের জন্য এটা দারুণ ব্যাপার।’

টম ক্রুজ
ইনস্টাগ্রাম

এর আগে উইকেন্ডে টম ক্রুজের সবচেয়ে ভালো রেকর্ডটি হয়েছিল ২০০৫ সালে। সেবার ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস প্রথম সপ্তাহে ৬ কোটি ৪০ লাখ ডলার ব্যবসা করেছিল। কেবল টমের জন্য নয়, টপ গান—মাভেরিক সব সিনেমার বিবেচনাতেই আয়ের রেকর্ড গড়েছে। মহামারিকালে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার একটি এটি। কোভিড শুরুর পর প্রথম উইকেন্ডে টমের ছবিটির চেয়ে বেশি আয় করেছে মাত্র তিনটি ছবি—স্পাইডার-ম্যান—নো ওয়ে হোম, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মালটিভার্স অব ম্যাডনেস ও দ্য ব্যাটম্যান।

৩৬ বছর আগে এই ছবির প্রথম কিস্তি টপ গান দিয়ে অভিনেতা হিসেবে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন টম। মুক্তির পর নতুন ছবিটি নিয়ে সমালোচকেরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগই এটাকে ‘প্রথাভাঙা সিকুয়েল’ হিসেবে উল্লেখ করেছেন।

টম ক্রুজ

দ্য ইনডিপেনডেন্ট লিখেছে, আগের ছবির সূত্র ধরে এটা সত্যিকারের সিকুয়েল। দ্য টেলিগ্রাফ লিখেছে, প্রশ্নাতীতভাবে এটা চলতি বছরের সেরা অ্যাকশন ছবি।