প্রিয়াঙ্কাদের অস্কার চাই

অস্কার মনোনয়ন ঘোষণামঞ্চ থেকেই যেন অস্কার নিয়ে যাবেন নিক ও প্রিয়াঙ্কা। ছবি: প্রিয়াঙ্কার ফেসবুক থেকে

অস্কার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে একাডেমি কর্তৃপক্ষ। গত সোমবার রাতে অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। অনুষ্ঠান ঘোষণা শেষে অস্কারের স্মারক ভাস্কর্যটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। যেন বোঝাচ্ছিলেন, মনোনয়ন তো হলো, অস্কারও চাই তাঁদের।

এ বছর অস্কার মনোনয়ন পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। অন্য ছবিগুলোর সঙ্গে নিজের ছবির নাম ঘোষণা করে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি অভিনন্দন জানান মনোনয়নপ্রাপ্তদের।

‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে রাজকুমার রাও, প্রিয়াঙ্কা চোপড়া ও গৌরব। ছবি: সংগৃহীত

এ বছর মনোনয়নে সেরা ছবির তালিকায় রয়েছে ‘দ্য ফাদার’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক ম্যাসায়া’, ‘ম্যাঙ্ক’, ‘নোম্যাডল্যান্ড’, ‘প্রমিজিং ইয়াং ওম্যান’, ‘সাউন্ড অব মেটাল’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবির তালিকায় আছে ‘অ্যানাদার রাউন্ড’, ‘বেটার ডেজ’, ‘কালেকটিভ’, ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’, ‘কু ভাডিস, আইডা’। স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রের তালিকায় আছে ‘কলেট’, ‘আ কনসার্টো ইজ আ কনভারসেশন’, ‘ডু নট স্প্লিট’, ‘হাঙ্গার ওয়ার্ড’, ‘আ লাভ সং ফর লাতাশা’। পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে রয়েছে ‘কালেকটিভ’, ‘ক্রিপ ক্যাম্প’, ‘দ্য মোল এজেন্ট’, ‘মাই অক্টোপাস টিচার’, ‘টাইম’। অ্যানিমেটেড ছবির তালিকায় আছে ‘অনওয়ার্ড’, ‘ওভার দ্য মুন’, ‘এ শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন’। সংগৃহীত গল্প চিত্রনাট্য শাখায় প্রিয়াঙ্কা প্রযোজিত ও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ ছাড়াও আছে ‘বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’, ‘দ্য ফাদার’, ‘নোম্যাডল্যান্ড’, ‘ওয়ান নাইট ইন মিয়ামি’। সেরা চিত্রনাট্যের জন্য মনোনয়নে এগিয়ে আছে ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক ম্যাসায়া’, ‘মিনারি’, ‘প্রমিজিং ইয়াং ওম্যান’, ‘সাউন্ড অব মেটাল’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ, চ্যাডউইক বোজম্যান, অ্যান্থনি হপকিনস, গ্যারি ওল্ডম্যান, স্টিভেন ইয়ান। অভিনেত্রী ভায়োলা ডেভিস, অ্যান্ড্রা ডে, ভানেসা কিরবি, ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, ক্যারি মালিগ্যান।

মনোনয়ন ঘোষণার পোশাকে প্রিয়াঙ্কা ও নিক। ছবি: ফেসবুক থেকে

সব মিলিয়ে ২৩টি শাখায় এ বছর অস্কার দিচ্ছে একাডেমি কর্তৃপক্ষ। ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডে ৭৬টির মধ্যে নারীরাই পেয়েছেন ৭০টি মনোনয়ন। মহামারির কারণে এ বছর অস্কার অনুষ্ঠানের সময় পেছানো হয়েছে। আগামী ২৫ এপ্রিল রোববার অস্কার ঘোষণা করা হবে।