ফুটবল খেলছেন বিবার

নিবার ফুটবল খেলতে নেমেছিলেন জাস্টিন বিবারফেসবুক থেকে সংগৃহীত

খেলার মাঠে বিবার! পপ তারকার গায়ে ফুটবলের জার্সি। গত শনিবার ফুটবল খেলতে নেমেছিলেন জাস্টিন বিবার। খেলা শেষে জুতা খুলে খালি পায়ে হেঁটে তাঁকে এগিয়ে যেতে দেখা যায় স্প্রিন্টার ভ্যানের দিকে। এ সময় তাঁর সঙ্গে একজন দেহরক্ষীও ছিলেন।

গত শুক্রবার স্ত্রী হেইলির সঙ্গে একটি সুশি রেস্তোরাঁয় দেখা গিয়েছিল জাস্টিন বিবারকে। অনিয়ন্ত্রিত জীবন যাপন করা জাস্টিন বিবারকে হঠাৎ এমন পরিপাটি সাংসারিক জীবন কাটাতে দেখে বিস্মিত ও আনন্দিত সবাই।

পপ তারকার গায়ে ফুটবলের জার্সি
জাস্টিন বিবার
ইনস্টাগ্রাম

তবে সমালোচনা আর বিবার যেন পরস্পরের হাত-ধরাধরি করে চলে। গত সপ্তাহেই বিতর্কিত এক সংগীতশিল্পীর নতুন অ্যালবামের প্রচারণা চালাতে গিয়ে সমালোচিত হয়েছিলেন বিবার। পরে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। মরগান ওয়ালেন নামের ওই শিল্পীর নতুন অ্যালবামের কভার শেয়ার করেছিলেন বিবার, যদিও পরে তিনি সেটি মুছে দেন।

স্ত্রী হেইলি বল্ডুইনের সঙ্গে জাস্টিন বিবার
ইনস্টাগ্রাম

ক্ষমা চেয়ে বিবার লেখেন, ‘আমি আসলে তাঁকে নিয়ে কী ঘটছে, সেসবের কিছুই জানতাম না। ও যে কোনো বর্ণবাদী মন্তব্য করে মানুষের মনে আঘাত করেছে, সেটা জানলে আমি তার অ্যালবাম শেয়ার করতাম না। এ ধরনের বর্ণবৈষম্য সত্যিই মেনে নেওয়া যায় না।’

জাস্টিন বিবার

উল্লেখ্য, বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে এসিএম অ্যাওয়ার্ড থেকেও মরগানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি নিজেও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘আমি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। বর্ণবৈষম্যমূলক মন্তব্যের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক দেশের রেডিও এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে মরগানের গান সরিয়ে নেওয়া হয়।