মর্মাহত ‘আয়রনম্যান’

রবার্ট ডাউনি জুনিয়র ও জিমি রিচ
ইনস্টাগ্রাম

ব্যক্তগত সহকারী ও দীর্ঘদিনের বন্ধু জিমি রিচকে হারিয়ে মর্মাহত হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র। গত বুধবার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারীকে হারিয়েছেন পর্দার এই সুপারহিরো। জিমি রিচ শুধু ব্যক্তিগত সহকারী নন, হয়ে উঠেছিলেন রবার্ট ডাউনি জুনিয়রের বন্ধু। তাঁর চলে যাওয়ায় ব্যথিত, মর্মাহত এই তারকা।
৫২ বছর বয়সে মঙ্গলবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা যান জিমি। রবার্ট ডাউনি জুনিয়র ও মার্ভেলের অন্য অভিনেতারা শোক জানিয়েছেন ইনস্টাগ্রামে।
জিমি রিচ হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে কাজ শুরু করেন ২০০৩ সালে। ‘দ্য সিংঙ্গিং ডিটেকটিভ’ ছবিতে তাঁর যাত্রা শুরু। এরপর ২২টির বেশি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ডাউনির মার্ভেলের সব কটি সিনেমাতে কাজ করেছেন জিমি।

‘এটা আসলে কোনো খবর নয়।’ ইনস্টাগ্রামে লিখেছেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনি বলেন, ‘এটা একটা মারাত্মক ট্র্যাজেডি। জিমি রিচ ভয়ানক গাড়ি দুর্ঘটনায় আনুমানিক রাত আটটার দিকে মারা গেছেন। তিনি ছিলেন আমার ভাই, আমার ডান হাত, আমাদের বাচ্চাদের চাচা এবং সেসব মানুষের প্রিয়, যাঁরা তাঁর কাজকে ভালোবাসত। সবাই তাঁকে জানত। তিনি আমার জীবন ও ক্যারিয়ারের সব উত্থান–পতনের সঙ্গী ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সহমর্মিতা। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
শুধু ডাউনি নন, মার্ভেলের বহু তারকা শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মার্ক রাফালো, ক্রিস প্র্যাট, জশ ব্রোলিন, জেরেমি রেনার, জ্যাক ব্ল্যাক ও ক্লার্ক গ্রেগ এই অভিনেতার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

জিমি রিচ
ইনস্টাগ্রাম

‘কী ট্র্যাজেডি’ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন মার্ক রাফালো ওরফে ‘হাল্ক’। তিনি লিখেছেন, ‘তিনি ছিলেন অসাধারণ মানুষ। রবার্ট, তোমাকে যত দিন চিনি, ঠিক তত দিনই চিনি জিমি রিচকে। পরলোকে চলে যাওয়ায় হৃদয় ভেঙে গেছে। তোমাকে মিস করব জিমি। সব সময় সত্যিকারের মানুষ হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময়ই মানুষকে আলো দেখিয়ে গেছ। আরেকটি খারাপ দিন কাটালাম।’
ক্রিস প্র্যাট লিখেছেন, ‘ওহ না! আমি দুঃখিত। তোমার ও তোমার পরিবারের জন্য প্রার্থনা করছি। এমন খবর শুনে সত্যিই দুঃখিত। তিনি ছিলেন খুবই অসাধারণ ব্যক্তি।’
রেনার লিখেছেন, ‘আহা! কী অসম্ভব ক্ষতি হয়ে গেল।’
জশ ব্রোলিন লিখেছেন, ‘কোনো কথা মুখে আসছে না। তোমার জন্য শুধু অশ্রু ও শ্রদ্ধা থাকল।’

ক্রিস ইভান্সের সঙ্গে জিমি রিচ
ইনস্টাগ্রাম

জ্যাক ব্ল্যাক লিখেছেন, ‘হৃদয় ভেঙে গেল। তিনি দুর্দান্ত মানুষ ছিলেন।’
তাঁকে শ্রদ্ধা জানিয়ে ক্রিস ইভানস লিখেছেন, ‘আমার মুখে কোনো ভাষা নেই। কারও সঙ্গেই জিমি রিচের তুলনা করতে পারি না। যাঁর সঙ্গেই তাঁর দেখা হয়েছে, তাঁর মনে তিনি অসম্ভব প্রভাব রেখে গেছেন। তাঁর মতো কেউ হবে না রবার্ট। জিমির বন্ধু ও পরিবারের প্রতি আমার সব ভালোবাসা।’
মার্ভেল স্টুডিওর অফিশিয়াল পেজ থেকেও রিচের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘ওপারে ভালো থাকুন, জিমি। বহু বছর ধরে মার্ভেল স্টুডিওতে আপনি ছিলেন আমাদের অসাধারণ বন্ধু। আপনাকে যাঁরা চেনেন, তাঁদের জন্য আপনার ভালোবাসা ছিল অনুপ্রেরণা। আমরা আপনাকে মিস করব।’

রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে জিমি রিচ
ইনস্টাগ্রাম

অসংখ্য ছবিতে জিমি রিচ হলিউডের ব্যস্ত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেছিলেন। এর মধ্যে ‘ডুলিটল’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘স্পাইডার–ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলটার্ন,’ ‘দ্য জাজ’, ‘আয়রন ম্যান থ্রি’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘আয়রন ম্যান টু’, ‘শার্লক হোমস’, ‘আয়রনম্যান’, ‘জোডিয়াক’ ইত্যাদি উল্লেখযোগ্য।