মা-মেয়ে, নাকি দুই বোন

জেসিকা অ্যালবা ও তাঁর বড় মেয়ে অনার
কোলাজ

মেয়ে বড় হয়ে গেছে। উচ্চতায় ছাড়িয়ে গেছে মাকেও। দুজনকে একসঙ্গে দেখলে মনে হয়, যেন মা-মেয়ে নয়, দুই বোন। সম্প্রতি পোস্ট করা সে রকম এক ভিডিওতে দেখা গেল হলিউড তারকা জেসিকা অ্যালবা ও তাঁর বড় মেয়ে অনারকে। না চিনলে যে কারও মনে হতে পারে, তাঁরা দুই বোন।

জেসিকা অ্যালবা

সন্তানদের নিয়ে হলিউড তারকা জেসিকা অ্যালবার রয়েছে অন্যরকম এক সংকল্প। সন্তানদের সঙ্গে সব সময় তিনি শিশুর মতোই আচরণ করতে চান। কখনোই ভাবতে চান না যে তারা বড় হয়ে গেছে। সম্প্রতি এক আলাপনে সে কথাই বলছিলেন জেসিকা।

লেখক ক্যাথরিন শোয়ার্জনেগারের ইনস্টাগ্রাম শোতে জেসিকা বলেছেন, ‘আমার মেয়ের বয়স ১৩ বছর। সব সময় চেষ্টা করি, যাতে কখনো আমার মনে না হয় যে সে বড় হয়ে গেছে। আমি সব সময় সন্তানদের শিশু ভাবতে চাই।’

জেসিকা অ্যালবা

গত মাসেই ছিল জেসিকার বড় মেয়ে অনারের ১৩তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে মেয়ের উদ্দেশে লিখেছিলেন, ‘তুমি সব সময় মনে করিয়ে দিতে পছন্দ করো যে তুমি আমার চেয়ে লম্বা হয়ে গেছো। অথচ তোমার একটা সোনার টুকরোর মতো মন আছে। তুমি ভীষণ সহানুভূতিশীল, রসিক, স্মার্ট। তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’

জেসিকা অ্যালবার বড় মেয়ে অনার

শৈশবে মা-বাবার সঙ্গে জেসিকার তেমন বন্ধুত্ব হয়নি। সব সময় যেন একটা দূরত্ব ছিল। নিজের সন্তানদের সঙ্গে সেই দূরত্ব যাতে তৈরি না হয়, সব সময় সেই চেষ্টাই করেন জেসিকা অ্যালবা। টিনএজে পা রাখার পর মেয়েকে উদ্দেশ করে ওই পোস্টে জেসিকা আরও লেখেন, ‘তোমার টিনএজ আনন্দে ভরে উঠুক, যেমনটি তুমি চাও, তারও চেয়ে আনন্দময় হোক। প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি।’

জেসিকা অ্যালবা

তিন সন্তান আর স্বামী ক্যাশ ওয়ারেনকে নিয়ে জেসিকার সুখের সংসার। বড় অনারের ১৩, মেজ হ্যাভেনের সাড়ে ৯ আর ছোট ছেলে হাইসের ৩ বছর। গত বছর তাঁকে দেখা গিয়েছিল এলএজ ফাইনাল ছবিতে। গানও করেন তিনি। পেয়েছেন নানা রকম পুরস্কার। তাঁর অভিনীত চরিত্র নিয়ে নির্মিত হয়েছে ভিডিও গেম। ২০১১ সালে গৃহস্থালি জিনিসপত্র প্রস্তুতকারক এক প্রতিষ্ঠান খুলেছেন তিনি।