মেয়েরাও পারে

‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রে ব্রি লারসন
‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রে ব্রি লারসন

নারী দিবসে মুক্তি পেয়েছে নারী সুপারহিরোর গল্প নিয়ে ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। মাটির পৃথিবীর সব জায়গাতেই নারীদের যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, এই ক্যাপ্টেনের কপালেও সেসব জুটেছিল। পুরুষ সুপারহিরো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়া একদল পুরুষ রীতিমতো এই নারী সুপারহিরোকে নিয়ে ‘ট্রল’ করে নাস্তানাবুদ করে ছেড়েছিল ছবি মুক্তির আগেই। কিন্তু মুক্তির সঙ্গে সঙ্গে ব্রি লারসন অভিনীত ছবিটি প্রমাণ করে দিয়েছে, মেয়েরাও পারে। এ ছবি যে ব্যবসাসফল হবে, সেটা কিন্তু অনেক আগেই হিসাব কষে দেখিয়ে দিয়েছিলেন ছবি–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মার্ভেল সুপারহিরোদের মধ্যে একজন সুপারহিরোইনের অভাব ছিল। অ্যাভেঞ্জারদের দলে যেমন ছিল ব্ল্যাক উইডো, তেমনই একজন। তা ছাড়া ওয়ান্ডার ওম্যানকে টেক্কা দেওয়ার মতো কাউকেও তো দরকার! সেই অভাব মেটাল মার্ভেল। নারী দিবসে মুক্তি দিয়ে নারী ক্ষমতায়নকে আরও উজ্জ্বল রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি। শৈশব থেকে কেবল ছেলেশিশুরাই হিরো হওয়ার স্বপ্ন দেখবে কেন? মেয়েশিশুরা কেন নয়? বিমানবাহিনীর পাইলট লারসন মেয়েশিশুদের জন্য স্বপ্নের সেই দুয়ার খুলে দিয়েছে। মেয়েদের জন্যই যেন তৈরি হয়েছে অনুপ্রেরণার এই সিনেমা।

‘ক্যাপ্টেন মার্ভেল’ পরিচালনা করেছেন অ্যানা বোডেন ও রায়ান ফ্লেক। ব্রি লারসন ছাড়াও এতে অভিনয় করেছেন জুড ল, স্যামুয়েল এল জ্যাকসন প্রমুখ। ছবির প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্ব। ‘ক্যাপ্টেন মার্ভেল’–এর গুরু ইয়ন রগ (জুড ল) যখন শত্রু হয়ে তার সামনে আসে, সেটা হতবাক করে দেবে দর্শকদের। স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে ব্রিয়ের মজার সংলাপগুলো জোগাবে অন্য রকম বিনোদন। থ্রিডিতে ছবির মারপিটের দৃশ্যগুলো ভালো লেগেছে সবার। ‘ক্যাপ্টেন মার্ভেল’–এর এই চরিত্রকে বলা যায় আরেক ওয়ান্ডার ওম্যান, যে নিজে একটি সেনাবাহিনী গড়তে চায়।

২০১৪ সালে মার্ভেল স্টুডিও নারী কেন্দ্রীয় চরিত্রের এই ছবি নির্মাণের ঘোষণা দেয়। জানা গেছে, প্রথম দিনেই নাকি ছবির খরচ ১৫ কোটি ডলার উঠে গেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির নিয়মিত প্রদর্শনী হচ্ছে।