রককে প্রেসিডেন্ট চান ৪৬ শতাংশ মার্কিন

ডোয়াইন জনসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চান, কিছুদিন আগে এমন একটা ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন জনসন। তাঁর ওই ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা। তাঁর জনপ্রিয়তা যাচাইয়ে মার্কিন একটি প্রতিষ্ঠান জরিপ করে। সেখানে ৩০ হাজার মার্কিন অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ডোয়াইন জনসনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।

ডোয়াইন জনসন। ছবি: রয়টার্স

মার্কিনদের এমন অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত ডোয়াইন জনসন। তাঁর মতে, এটি পরম সম্মানীয়। তিনি বলেন, ‘আমি হৃদয় দিয়ে দেশকে ভালোবাসি। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর জন্য আমি কৃতজ্ঞ।’
ডোয়াইন জনসন জানান, তিনি রাজনীতিবিদ নন। এমনকি রাজনীতি নিয়ে তাঁর প্রবল আগ্রহও নেই। আসল কথা কি, রাজনীতি করতে যে ধৈর্য লাগে, তা–ও আছে কি না সন্দেহ এই কুস্তিগির কাম অভিনেতার।

২০১৬ সালে পিপল ম্যাগাজিনের মতে, বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ডোয়াইন ‘দ্য রক’ জনসন
সংগৃহীত

৪৬ শতাংশ মানুষ তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চান। এই সম্মানও–বা কম কী! তাঁর মতে, এবার তো এদিকে একটু চোখ ফেরাতেই হয়। জনসন বলেন, ‘এরা তো আমাকে বিনীত ও শ্রদ্ধার সঙ্গে উঠে দাঁড়াতে, শুনতে ও শিখতে বাধ্য করছে।’

ডোয়াইন জনসন ওরফে রক
ইনস্টাগ্রাম

এই জরিপের ফল নিয়ে এর আগেও এক টুইট বার্তায় জনসন বলেছিলেন, তাঁর ক্লাবে ট্রাকচালক থেকে শুরু করে মদ্যপান করা মানুষও আছেন। তারপরও যদি কখনো জনগণের সেবা করার সুযোগ আসে, তবে সেটা তাঁর জন্য হবে অনেক সম্মানের।
হতে চেয়েছিলেন ফুটবলার। ভাগ্য তাঁকে কুস্তির মঞ্চে টেনে নিল। এখন রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।