সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন পিট

ব্র্যাড পিট
ছবি: এএফপি

সাবেক স্ত্রী অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির নামে মামলা করেছেন আরেক অস্কারজয়ী হলিউড তারকা ব্র্যাড পিট। দুজনের যৌথ মালিকানাধীন একটি আঙুরবাগানের নিজের অংশের শেয়ার রুশ এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে চুক্তি ভেঙেছেন জোলি। পরিচয়ের ৮ বছর পর ২০১৪ সালে শ্যাতো মিরাভাল নামের ওই জায়গাতেই হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান।

রোমের পার্কো ডেলা মিউজিকা মিলনায়তনে ‘এটারনালস’ ছবির প্রদর্শনীতে এই পোশাকে হাজির হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি মামলা করেন পিট। সেখানে তিনি বলেন, জোলি চুক্তি ভেঙেছেন। চুক্তিতে ছিল, অংশীদারের অনুমতি ছাড়া অন্য অংশীদার এই সম্পদ বিক্রি করতে পারবেন না। ২০০৮ সালে ফ্রান্সের কোর্রেনে দুজন এ বাগান কিনেছিলেন। পিট (৫৮) বলেন, তিনি পৃথিবীর সবচেয়ে নামকরা রেড ওয়াইনের উৎস তৈরির পেছনে বিপুল শ্রম ও ঘামের অর্থ বিনিয়োগ করেছেন, যেখান থেকে বছরে ৫০ মিলিয়ন ডলার আয় হয়। জোলি অকারণেই তাঁর ক্ষতি করে নিজের লাভের জন্য চুক্তি ভেঙে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন। শুক্রবার যোগাযোগ করা হলে জোলির আইনজীবী এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

মামলায় বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসে জোলি জানিয়েছিলেন, কঠিন হৃদয়ে তিনি মিরাভালের শেয়ার বিক্রির যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। ব্যক্তিগত কারণে তিনি আর অ্যালকোহল ব্যবসায় যুক্ত থাকতে চান না। গত অক্টোবর মাসে একটি প্রতিষ্ঠান জোলির অংশের শেয়ার কেনার ঘোষণা দেয়।

পাঁচ সন্তান নিয়ে ‘এটারনালস’ সিনেমার প্রিমিয়ারে জোলি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

১১ বছর একত্রে থাকার পর ২০১৬ সালে ব্র্যাড-জোলির বিচ্ছেদ হয়। নাবালক সন্তানদের অভিভাবকত্ব নিয়ে দুজন একটি মামলা লড়ে যাচ্ছেন। তাঁদের ৬ সন্তান ১৯ বছরের ম্যাডক্স, ১৭ বছরের প্যাক্স, ১৬ বছরের জাহারা, ১৫ বছরের শিলো এবং ১২ বছরের যমজ ভিভিয়েন ও নক্স।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

পিট ২০১৪ সালে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ ছবির প্রযোজক হিসেবে অস্কার জয় করেন। পরে ২০২০ সালে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ ছবিতে পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা হিসেবেও তিনি অস্কার জিতে নেন। অন্যদিকে ২০০০ সালে ‘গার্ল, ইন্টারাপ্টেড’–এর জন্য পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন জোলি।