সেই জাপানি রেস্তোরাঁয় প্রথম ডেটিং

ডেডপুল তারকা রায়ান রেনল্ডস আর ‌‘গসিপ’ গার্ল তারকা ব্লেক লাইভলি

২০১১ সালে বোস্টনের এক জাপানি রেস্তোরাঁয় প্রথম ডেটিং। সেই সাক্ষাতেরই প্রথম দশকপূর্তি পালন করলেন ডেডপুল তারকা রায়ান রেনল্ডস আর ‌‘গসিপ’ গার্ল তারকা ব্লেক লাইভলি। কী করে জানেন? আস্ত ইয়ট ভাড়া করে পার্ট করে বা বহু মূল্য উপহার বিনিময় করে নয়, প্রথম প্রেমের স্মৃতিজড়িত পুরোনো জায়গায় আবার ফিরে গিয়ে। ‘ও ইয়া’ নামের সেই পুরোনো রেস্তোরাঁয় দুজনে একত্রে ডিনার করে দিনটি উদ্‌যাপন করলেন তাঁরা।

পরে রেস্তোরাঁটির বাইরে দাঁড়িয়ে তোলা দুজনের একটি ছবি শেয়ার করে ব্লেক লিখেছিলেন, ‘সেদিন এখানে না গেলে আমাদের এক হওয়া হতো না। মজা করছি না, সত্যিই রেস্তোরাঁটি আমাদের কাছে আলাদা।’

মেয়ে জেমস ও ইনেজের সঙ্গে রায়ান রেনল্ডস ও ব্লেক লিভলি

দিনটির কথা স্মরণ করে ব্লেক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তাঁদের পরিচয়, প্রেম ও পরিণয়ের সব কৃতিত্ব চমৎকার ওই রেস্তোরাঁর। সে রাতে ওখানেই তাঁরা আবিষ্কার করেন যে দুজন দুজনায় ডুবে আছেন।

কানাডিয়ান হলিউড তারকা রায়ান রেনল্ডস। ছবি: ফেসবুক থেকে

২০১১ সালে গ্রিন ল্যানটার্ন ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়। সেই পরিচয়ই তাঁদের প্রেমের পথে নিয়ে যায়। তারপর জীবনেও জুটি বাঁধেন দুজন। উল্লেখ্য, ২০০৮ সালে রায়ান বিয়ে করেছিলেন আরেক হলিউড তারকা স্কারলেট ইয়োহানসনকে। তাঁদের সংসার স্থায়ী হয় তিন বছর। পরের বছর ২০১২ সালে ব্লেককে বিয়ে করেন রায়ান।

‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লালগালিচায় অন্তঃসত্ত্বা ব্লেক লিভলি, পাশে রায়ান রেনল্ডস