হাজার কোটি টাকার মালিক তিনি

১৯৯৪ সালে ‘জেমস বন্ড’ ড্যানিয়েল ক্রেগ খুবই তরুণ। এলা নামের এক মেয়ের এই বাবা তখন লন্ডনের ন্যাশনাল থিয়েটার স্টুডিওতে কাজ করতেন। সে বছরই প্রথম স্ত্রী ফিয়োনা লুডনের সঙ্গে সংসারটা ভাঙল। আর পরিচয় হলো অভিনেত্রী র‍্যাচেল ওয়াইজের সঙ্গে। থিয়েটার করতে গিয়েই দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর কেটে গেল বেশ কিছু বসন্ত। এর ১৪ বছর পর আবারও দেখা হয়েছিল তাঁদের। সেবার আর দুজন দুজনকে হারাতে দেননি। ‘আই ডু’ বলে জীবনসঙ্গী বানিয়ে নিয়েছেন একে অপরকে।

র‌্যাচেল ভাইস ও ড্যানিয়েল ক্রেগ
ইনস্টাগ্রাম

এর মাঝে ব্রিটিশ অভিনয়শিল্পী র‍্যাচেল ঘর বেঁধেছেন মার্কিন পরিচালক ড্যারেন অ্যারোনফস্কির সঙ্গে। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত এক দশক তাঁরা কাটান এক ছাদের নিচে। অন্যদিকে ড্যানিয়েল ২০০৪ সাল পর্যন্ত প্রেম করেন এক জার্মান অভিনেত্রীর সঙ্গে। পরের বছরই এক মার্কিন প্রযোজকের সঙ্গে সেরে ফেললেন মন দেওয়া–নেওয়ার কাজ। তারপর ২০১০ সালে আবার দেখা হলো ১৯৯৪ সালে বন্ধু হওয়া ড্যানিয়েল আর র‍্যাচেল ওয়াইজের। দুজনার প্রেমটা হলো ক্যামেরার সামনে। এবার ‘ড্রিম হাউস’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তাঁরা বাঁধলেন স্বপ্নের ঘর। পরের বছরই বিয়ে করে ফেলেন এই জুটি। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের কন্যা।

ড্যানিয়েল ক্রেগ
ইনস্টাগ্রাম

ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বড় পর্দার এই ‘জেমস বন্ড’। ব্রিটিশ সাময়িকী জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেগ বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবন একান্তই আমার। আমি চাই না মানুষ আমাদের ব্যক্তিগত সম্পর্ককে ফুটবল বানিয়ে খেলুক।’ এদিকে পঞ্চম আর শেষবারের মতো বন্ডরূপে দেখা দেবেন ‘নো টাইম টু ডাই’ সিনেমায়। ২৪তম বন্ডের সিনেমা ‘স্পেকট্রা’তে অভিনয় করে খুবই বিরক্ত ছিলেন। আর এবার ঘোষণা দিয়েছেন, ‘আর যা-ই হই না কেন, বন্ড না। আর কত? বন্ড হতে হতে আর হাত, পা, পাঁজর ভাঙতে ভাঙতে আমি বিরক্ত। অনেক তো হলো, আর কত!’

ড্যানিয়েল ক্রেগ
ইনস্টাগ্রাম

শেষবার বন্ড হওয়ার জন্য ড্যানিয়েল পারিশ্রমিক নিয়েছেন ২৫ মিলিয়ন ডলার বা ২১১ কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকা প্রায়।
প্রথমবার ঘোষিত হয়েছিল, ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের এপ্রিলে। এরপর করোনার প্রকোপে বারবার পিছিয়ে যায় মুক্তির তারিখ। চতুর্থবারের মতো নতুন মুক্তির দিন ঠিক করা হয়েছে ৮ অক্টোবর। ভক্তরা বিরক্ত হয়ে এই ছবির নাম দিয়েছে ‘মি. লেট’। ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজো ফুকুনাগা। বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগ এবং খল চরিত্রে দেখা যাবে রামি মালিককে। আরও আছেন লিয়া সিডক্স, নওমি হ্যারিস, ক্রিস্তফ ওয়াল্টজ প্রমুখ।

ড্যানিয়েল ক্রেগ
ইনস্টাগ্রাম