হানিমুনে গিয়েও জনি আমাকে মেরেছে: কাঁদতে কাঁদতে আদালতে আম্বার

অ্যাম্বার হার্ড
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মানহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক স্বামী জনি ডেপকে মাদক ও হিংসায় জর্জরিত একজন মানুষ হিসেবে তুলে ধরেছেন আম্বার হার্ড। তারকা হয়েও পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন দাবি করে পত্রিকায় নিবন্ধ লেখায় তাঁর বিরুদ্ধে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেছিলেন ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। স্ত্রীর গায়ে হাত তোলার বিষয়টিও বারবার অস্বীকার করেছেন তিনি।

একটি বিরতির পর পঞ্চম সপ্তাহের জন্য ভার্জিনিয়ার এক আদালতে আবার শুরু হয়েছে মামলার শুনানি। শেষবার জনির সাক্ষ্য নেওয়া হয়। এবারে আম্বারের কথা শোনার পালা। গতকাল সোমবার কাঁদতে কাঁদতে আম্বার আদালতে বিচারকদের বলেছেন, জনির সঙ্গে থাকলে এত দিন তিনি বাঁচতেন না। তিনি বলেন, ‘আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সংসারটা খুব বাজেভাবে ভেঙে গেল। যদিও আমি তাঁকে ছাড়তে চাইনি, কারণ আমি সত্যিই তাঁকে খুব ভালোবাসতাম।’

জনি ডেপ
রয়টার্স

জনির বিরুদ্ধে আম্বারের একই অভিযোগ, তিনি শারীরিক নির্যাতন করতেন। সোমবার তিনি জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পর হানিমুনে যাওয়ার পথে ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময়ও জনি তাঁকে মেরেছেন। আম্বার বলেন, ‘তিনি আমার ঘাড় ধরে অনেকক্ষণ আমাকে গাড়ির সঙ্গে চেপে ধরেছিলেন। মনে হচ্ছিল সেদিনই আমাকে মেরে ফেলবেন। ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে তিনি আমাকে মেরে ফেলতে পারেন।’

আরও পড়ুন

শারীরিক নির্যাতনের আরও একটি উদাহরণ দেন আম্বার হার্ড। ওই সময়টাকে নারকীয় একটি সপ্তাহ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জেমস ফ্র্যাঙ্কোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। শুনে ঈর্ষান্বিত হয়ে তিনি আমাকে ঘুষি মেরে ফার্নিচারের ওপর ফেলে দিয়েছিলেন।’ যদিও আম্বার এও বলেছেন যে সংসারে মাঝেমধ্যে খুব প্রেমময় মনে হতো তাঁর কাছে। আবার সময়ের সঙ্গে সঙ্গে অত্যাচার আর মারধর প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। যদিও দুই বছর পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

‘অ্যাকুয়াম্যান’ ছবিতে জ্যাসন মমোয়ার সঙ্গে আম্বার হার্ড

সাক্ষ্য দিতে গিয়ে আম্বার জানান, বাদানুবাদের সময় জনি নিজের ক্ষতিও করতেন। আম্বার বলেন, ‘মারামারির সময় প্রায়ই তিনি নিজের হাত কেটে ফেলতেন, নয়তো ছুরি দিয়ে বুকের ওপর পোচ দিয়ে রক্ত বের করতেন। একবার তো নিজের গায়ে সিগারেটও ফেলেছিলেন।’ এসব শুনে জনির আইনজীবীরা চ্যালেঞ্জ করেছিলেন, আসলেই জনি এসব করেছেন!

আরও পড়ুন

একজন অ্যাটর্নি তো আম্বারের আগের দেওয়া সাক্ষ্যকে তিরস্কার করে প্রশ্ন তুলেছিলেন, এত মারধর আর শারীরিক নির্যাতনের কথা বলা হচ্ছে, অথচ ছবি ও মেডিকেল রেকর্ড এত কম কেন! জবাবে আম্বার জানিয়েছেন, ব্যক্তিগত থেরাপিস্ট ছাড়া তিনি কোথাও চিকিৎসা নেননি। আঘাতের ক্ষতে বরফ দিয়েছিলেন, কখনো সেগুলো মেকআপে ঢেকে রেখেছেন। অ্যাটর্নি ক্যামিলি ভাসকেজ অবশ্য আম্বারকে স্বীকার করতে বাধ্য করেছেন যে, বিচ্ছেদের সাত মিলিয়ন ডলারের যে অর্থ, সেসব একটি দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার কথা থাকলেও সেটা দেননি আম্বার।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতে জনি ডেপ

বিচার শুরুর আগে নিজের বক্তব্যে জনি ডেপ বলেছিলেন, তিনি কখনো আম্বারকে আঘাত করেননি এবং বিচারকদের বলেছিলেন, তাঁর (আম্বার) এই সংঘাত এবং সহিংসতার ‘দরকার’ ছিল। সোমবার বিচারকেরা সাবেক এই দম্পতির বেশ কয়েকটি অডিও ক্লিপ শুনেছেন। বিচারের আগেই ভাইরাল হওয়া একটি ক্লিপে আম্বারকে বলতে শোনা যায়, তিনি জনিকে আঘাত করেছিলেন। ‘আমি তোমাকে ধাক্কা মেরেছি, ঘুষি মারিনি’, তাঁকে বলতে শোনা যায়। আম্বার স্বীকার করেছেন, তিনি কখনো কখনো উত্তেজিত হয়ে জনি ডেপকে আঘাত করেছেন বটে, কিন্তু তাঁদের শক্তি তো আর সমান নয়।

আরও পড়ুন
অ্যাম্বার হার্ড ও জনি ডেপ

‘পারিবারিক সহিংসতার শিকার’ দাবি করে ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লেখার কারণে জনি ডেপ ২০১৮ সালে আম্বারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। যদিও তিনি সেখানে সরাসরি জনি ডেপের নাম লেখেননি। তাঁর অ্যাটর্নিরা অবশ্য বলেছেন যে নিবন্ধটি জনির খ্যাতি এবং ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। আম্বারও সাবেক স্বামীর বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।