রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিনোদন অঙ্গনে

‘শ্যামা কাব্য’ সিনেমায় সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে।ছবি: পরিচালকের সৌজন্যে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন ফরম কেনাও শুরু হয়েছে। এদিকে আবার হরতাল, অবরোধের মতো কর্মসূচিও চলছে। বিনোদন অঙ্গনে রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিয়ে এই প্রতিবেদন

নভেম্বরের শুরুতে দেশে মুক্তি পায় ‘অসম্ভব’ ছবিটি। রাজনৈতিক অস্থিরতা ও হরতাল–অবরোধের প্রভাব পড়ে অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস পরিচালিত ও প্রযোজিত প্রথম ছবিটিতে। বেশ আগ্রহ নিয়ে ছবিটি মুক্তি দেওয়া হলেও শেষ পর্যন্ত পরিচালকের মুখে হতাশার কথাই শোনা গেছে। তিন দিনের মাথায় ছবিটির দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। অরুণা বিশ্বাস গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বললেন, ‘প্রথম পরিচালিত ছবিটি নিয়ে আমি খুবই হতাশ। এ ধরনের পরিস্থিতিতে মানুষ তো আসলে প্রেক্ষাগৃহে আসতে খুব ভয় পায়। মুক্তির আগে আভাস পাচ্ছিলাম, রাজনৈতিক অস্থিরতা শুরু হবে। আবার এমনটাও ভেবেছিলাম, সবকিছুর স্বাভাবিক সমাধান হবে। কিন্তু হয়নি। এই পরিস্থিতিতে হলের মালিকেরাও সাহস পাচ্ছেন না ছবি চালাতে। এখন তো যে অবস্থা, শাহরুখ খানের ছবি মুক্তি দিলেও চলবে না। এখন মনে হচ্ছে, ছবিটা নির্বাচনের পর মুক্তি দিলে ভালো হতো।’

শুটিংয়ের ফাঁকে ‘অসম্ভব’ এর অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক

‘যন্ত্রণা’ নামের আরেক ছবি মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এদিকে ২৪ নভেম্বর মুক্তির কথা ছিল বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ ছবিটি। ঢাকার বিএফডিসির সংবাদ সম্মেলনে মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রচারের পরিকল্পনাও তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রকাশ করেন ট্রেলার ও গান। কিন্তু শেষ পর্যন্ত ১৯ নভেম্বর রাতে পরিচালক সৌদ ফেসবুকে ঘোষণা দেন, ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। এটা নিশ্চিত, চলতি বছরে শ্যামা কাব্য মুক্তি পাচ্ছে না।

সোমবার বিকেলে কথা হয় পরিচালক সৌদের সঙ্গেও। তিনি বললেন, ‘আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন শেষে সুন্দর কোনো সময় দেখে ছবিটি মুক্তি দিতে চাই। দর্শকের জন্য বানানো ছবিটি, দর্শকেরা দেখুক—এটাই আমাদের চাওয়া। এত কষ্ট করে বানানো ছবিটি এখন মুক্তি দেওয়া হলে তা ছবিপ্রেমীরা দেখার সুযোগ পাবেন না।’

এদিকে গত রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় সৌদ বললেন, ‘এই মুহূর্তের সন্ধ্যাটি আমাদের জন্য শুভ নয়। কারণ, এই মুহূর্তে আমাদের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে। ২৪ তারিখ থিয়েটারে রিলিজ হতে যাচ্ছিল ‘শ্যামা কাব্য’, কিন্তু এই মুহূর্তে আমরা মুক্তির সিদ্ধান্ত স্থগিত করছি। হরতাল চলছে। অবরোধ চলছে। যদিও মানুষ ঘর থেকে বের হচ্ছে, কাজের প্রয়োজনে বের হতেই হচ্ছে—একই সঙ্গে নাশকতামূলক ঘটনাও ঘটছে। এই সময়ে সিনেমা মুক্তি পেলে আমাদের দর্শককে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানাতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা তা করতে পারব না। কারণ, কোনো প্রাণের দায় বা কোনো ক্ষতির দায় আমরা নিতে পারব না। তাই আপাতত আমাদের সিনেমাটি মুক্তির তারিখ স্থগিত করছি।’

পরিচালক সোয়াইবুর রহমান দীর্ঘ চার বছর আগে ‘নন্দিনী’ সিনেমার শুটিং করেন। বারবার জটিলতায় আটকে যায় শুটিং। চলতি বছর কাজ শেষ করে গত মাসে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন। তাঁর সিনেমাটি বিনা কর্তনে সেন্সর সনদও পেয়েছে। সেন্সর পেলেও নির্মাতার দুশ্চিন্তা কাটছে না। তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল সিনেমাটি আর আটকে না রাখি। আগামী মাসে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু নির্বাচনের কারণে এখন মুক্তি অনেকটাই অনিশ্চিত। কারণ, এই সময়ে সিনেমা নিয়ে সাধারণ দর্শকের ভাবনা থাকবে না। হয়তো সিনেমাটির মুক্তি পিছিয়ে দিতে হবে।’ রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় সংসদ নির্বাচনসহ নানা কারণে আরও কয়েকটি ছবি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছেন কয়েকজন প্রযোজক-পরিচালক। এর মধ্যে ফুয়াদ খানের মেঘনা কন্যা ১৭ নভেম্বর মুক্তির কথা ছিল। শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি।

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে কনসার্টেও। সাধারণত বছরের অক্টোবর থেকে শিল্পীদের স্টেজ শো ব্যস্ততা শুরু হয়। এবার তা একেবারেই কম। গত রবি ও সোমবার প্রথম আলোর সঙ্গে কথা হয় বেশ কয়েকজন সংগীতশিল্পীর। তাঁরা বলেন, ‘কনসার্টের এই ভরা মৌসুম শুরু হয়েছে হতাশা দিয়ে। নাম প্রকাশ না করে একজন শিল্পী বলেন, ‘অক্টোবরের শেষের দিক থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রচুর অনুষ্ঠান থাকে কিন্তু এখন তো একটার পর একটা অনুষ্ঠান স্থগিত হচ্ছে।’ এখন প্রায় সব শিল্পীই মিউজিক ভিডিও আকারে একক গান প্রকাশ করেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটাও করতে পারছেন না।

আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির শব্দ প্রকৌশলী ও ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন শামীম আহমেদ। এখন সোলসসহ আরও একাধিক ব্যান্ড এবং শিল্পীর সঙ্গে কাজ করেন তিনি। হতাশ শামীম বলেন, ‘বছরের এই সময়টা আমাদের আয়রোজগারের সময়। সারা দেশে অনেক কনসার্ট হয়। কিন্তু এ অবস্থায় কারও সেভাবে কোনো প্রোগ্রাম হচ্ছে না। মনে হচ্ছে, সবকিছু স্বাভাবিক হতে জানুয়ারি শেষ হয়ে যাবে।’