default-image

চলতি বছরের এপ্রিলে ষষ্ঠ বিবাহবার্ষিকীতে করণের উদ্দেশে লিখেছিলেন, ‘আমার চোখে–মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সবকিছুর ঊর্ধ্বে তোমাকে ভালোবেসেই যাব।’ বিপাশার এই বার্তা পোস্ট করে তখন করণও লিখেছিলেন, ‘তোমাকেও ধন্যবাদ আমার জন্য সৌভাগ্য বয়ে আনার জন্য। তুমি আমার দেখা সবচেয়ে আনন্দময় মানুষ।’

default-image

করণকে শেষ পর্দায় দেখা যায় ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুরভি জ্যোতি। বিপাশাকে দেখা যায় ক্রাইম থ্রিলার মিনি সিরিজ ‘ডেনজারস’-এ। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত মডেল-অভিনেতা দিনো মারিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। এরপর দীর্ঘ ৯ বছর জন আব্রাহামের সঙ্গে প্রেম ছিল বিপাশার। ২০১১ সালে জনের সঙ্গে বহুল আলোচিত প্রেম ভাঙার পর অভিনেতা হারমান বাওয়াজার সঙ্গে সম্পর্ক ছিল। তবে ২০১৪ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

default-image

অন্যদিকে বিপাশার আগে দুই অভিনেত্রীকে বিয়ে করেছিলেন করণ। প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিয়ে টেকে মাত্র এক বছর। পরে ২০১২ সালে জেনিফার উইঙ্গটকে বিয়ে করেন। ২০১৪ সালে সে বিয়েও ভেঙে যায়।

বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন