default-image

এত দিন পর জানা গেল, আম্বার একা নন, জনির বিরুদ্ধে মুখ খুলেছিলেন নায়কের সাবেক প্রেমিকা এলেন বারকিনও। ছয় হাজার পাতার মামলার নথিতে আছে এলেনের বয়ানও। যেখানে অভিনেত্রী জানান, প্রথমবার ঘনিষ্ঠতার আগে জনি তাঁকে কোয়ালুড মাদক খাওয়ান। যা উদ্দীপক ও সম্মোহনের জন্য ব্যবহৃত হয়। সত্তরের দশকে যুক্তরাষ্ট্রে চাপ ও উদ্বিগ্নতা দূর করতে ওষুধ হিসেবে কোয়ালুড ব্যবস্থাপত্রে লিখতেন চিকিৎসকেরা। পরে আশির দশকে এটিকে নিষিদ্ধ করা হয়।

default-image

মাদক খাওয়ানো ছাড়াও জনির বিরুদ্ধে ওয়াইনের বোতল ছুড়ে মারার অভিযোগও করেন অভিনেত্রী, ‘জনি এমন একজন, যে পাশে থাকলে সব সময়ই সহিংসতার পরিবেশ তৈরি হয়। সারাক্ষণ চিৎকার করে। শারীরিকভাবে না হলেও মৌখিকভাবে হেনস্তা করে।’

default-image

অন্যদিকে ২০১৮ সালে অভিনেত্রী আম্বার হার্ড নির্যাতনের অভিযোগ আনেন জনি ডেপের বিরুদ্ধে। এর পরে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। চলতি বছর দেওয়া রায়ে বিচারকেরা জানান, আম্বারের অভিযোগ মিথ্যা ও অবমাননাকর। পাশাপাশি এ–ও জানান, জনির বিরুদ্ধে অভিযোগের পেছনে আম্বারের অসৎ উদ্দেশ্য ছিল।

বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন