‘এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না’

তারকা জরিপে সেরা গায়ক–গায়িকা হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যাঁরা। কোলাজ
প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর তারকা জরিপে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। দর্শকের ভোটে নির্বাচন করা হয়েছে এই তালিকা। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক মনোনয়ন পেয়ে তাঁদের অনুভূতি। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ

সেরা গায়িকা
অবন্তী সিঁথি ‘গা ছুঁয়ে বলো’ (সুড়ঙ্গ)
যেকোনো স্বীকৃতি আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করে; আর প্রথম আলোর মতো বড় প্ল্যাটফর্ম থেকে হলে সেটা, আরও বেশি স্পেশাল হয়। পুরস্কার পাব কি না জানি না, কিন্তু চূড়ান্ত পর্ব পর্যন্ত দর্শকের এমন অংশগ্রহণ ও ভালোবাসা আমার কাছে বড় পুরস্কার।

আরও পড়ুন

আতিয়া আনিসা ‘পুড়ে গেলাম’ (পুনর্মিলনে)
চূড়ান্ত মনোনয়ন পেয়ে অনেক খুশি। কারণ, মনোনয়ন পাওয়াটা আমার কাছে পুরস্কার পাওয়ার মতো। গত বছর দর্শকের ভোটে পুরস্কার পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবারও দর্শক ভোট দিয়ে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত এনেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। ধন্যবাদ দর্শকদের।

সোমনূর মনির কোনাল
ফেসবুক

কোনাল ‘ও প্রিয়তমা’ (`প্রিয়তমা')
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়া খুবই আনন্দের ও সম্মানের। দর্শকের সরাসরি ভোটে চূড়ান্ত মনোনয়ন পাওয়াটা অনেক স্পেশাল। তাঁদের ভোটেই বিজয়ী নির্ধারণ করা হয়। এর আগে আমি অনেকবার মনোনয়ন পেয়েছি। এবারও পেলাম। আমি আশা করি, দর্শকের এই সাপোর্ট আমি সব সময় পাব। মেরিলকে ও প্রথম আলোকে ধন্যবাদ প্রতিবছর এই চমৎকার আয়োজনের জন্য। এ বছর রজতজয়ন্তী পালন করছে। তাই বিশেষ শুভেচ্ছা তাদের জন্য। মনোনয়ন পেয়ে আমি আনন্দিত। আমি ধন্যবাদ জানাই এই গানের গীতিকার, সুরকার, পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকাকে।

জেফার রহমান। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

জেফার, ‘ঝুমকা’
ঝুমকা গানটি দর্শকদের মধ্যে অনেক সাড়া ফেলেছিল। তাঁদের ভোটে মনোনয়ন পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমি আমার পুরো ‘ঝুমকা’ টিমকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের।

সেরা গায়ক
ইমরান মাহমুদুল
, ‘মেঘের নৌকা’ (`প্রহেলিকা')
আমি ২০১৩ থেকে টানা চূড়ান্ত মনোনয়নে আছি। দর্শক ভালোবেসে ভোট করে আমাকে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত নিয়ে আসেন। তাই তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানের দিন স্ক্রিনে চারজনের কাজ দেখানো হয় আর সেখানে আমার কাজ থাকে, তখন আমার খুব ভালো লাগে। পুরস্কার পেলে ভালো লাগাটা আরও বেড়ে যায়, না পেলে কষ্ট লাগে না। কারণ, মনোনয়ন পাওয়াটা আমার কাছে পুরস্কারের মতো। আশা রাখছি, ভালো কিছু হবে। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।

এরফান মৃধা শিবলু, ‘কথা কইয়ো না’
মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চারজনের মধ্যে আছি, এটাই আমার কাছে পুরস্কার। হাশেম ভাই ও তাঁর পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। কোক স্টুডিওকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। গতবার এই পুরস্কার পেয়েছি। এবার আবার মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা জানাই মেরিল ও প্রথম আলোকে। অনেক অনেক ধন্যবাদ দর্শকদের। আমি চাই তাঁরা সারাজীবন আমাকে এমন সাপোর্ট দিয়ে যাবেন।

তানজীব সারোয়ার, ‘গা ছুঁয়ে বলো’ (`সুড়ঙ্গ')
আমি মনে করি প্রথম আলোতে মনোনয়ন পাওয়া প্রত্যেক শিল্পীর কাছে স্বপ্ন। দীর্ঘ ক্যারিয়ারে এটাই আমার প্রথম ছবির গান। প্রথম গানেই মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনীত হতে পেরেছি। এ জন্য ধন্যবাদ আমার ভক্তদের। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

তানজীব সারোয়ার
ছবি: শিল্পীর সৌজন্যে

রিয়াদ, ‘ঈশ্বর’ (‘প্রিয়তমা’)
আজ আমি যে আনন্দ ও কৃতজ্ঞতা অনুভব করছি, তা শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। প্রথম চলচ্চিত্রের গানেই সেরা গায়ক বিভাগে চূড়ান্ত পর্যায়ে মনোনীত হওয়া আমার জন্য শুধু একটি সম্মানের বিষয় নয়, এটি আমার সংগীতজীবনের এক অনন্য মাইলফলক। এই পথচলায় আমার প্রিয় দর্শক–শ্রোতাদের অবিরাম সমর্থন ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার সংগীতের মাধ্যমে আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছি বলে মনে করি। আপনাদের প্রতিটি অনুপ্রেরণা ও উৎসাহ আমার সংগীতের প্রতিটি নোটে মিশে আছে। আপনাদের অবিরাম সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ।