যা হলো মহড়ায়

মহড়ার ফাঁকে সহশিল্পীদের সঙ্গে মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। ছবি: সাবিনা ইয়াসমিন
আজ বিকেলে এয়ারপোর্ট–সংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে বসছে ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’-এর রজতজয়ন্তীর আসর। এবারের আয়োজনটি নতুন ভেন্যুতে, বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসরের কান্ডারি হিসেবে থাকছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। দুই দশক পর এ অনুষ্ঠানের উপস্থাপনায় ফিরলেন তিনি। দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে সন্ধ্যাটা হয়ে উঠবে আরও ঝলমলে। গতকাল মধ্যরাত পর্যন্ত সেসবের জন্য নানা রকম প্রস্তুতি নিয়েছেন তারকারা। গত কয়েক দিন মহড়াকক্ষ ঘুরে লিখেছেন শফিক আল মামুন

গত কয়েক বছরে নিয়মিতই মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে পাওয়া গেছে মেহজাবীন চৌধুরীকে। এবার অনুষ্ঠানের রজতজয়ন্তী। এবারও মঞ্চে আলো ছড়াবেন তিনি। তবে দেশের বাইরে থাকার কারণে সবার পরে এসে মহড়ায় যোগ দিয়েছেন এই অভিনেত্রী। গত সোমবার রাজধানীর নিকেতনের মহড়াকক্ষে গিয়ে নৃত্য পরিচালক সোহাগের সঙ্গে দেখা। তখনো কোনো তারকা আসেননি। সহশিল্পীদের নৃত্যের তাল, মুদ্রা শেখাচ্ছেন সোহাগ। একফাঁকে তিনি বললেন, ‘আজ মেহজাবীনের আসার কথা ছিল, মনে হয় না আসতে পারবেন।’ তবে ওই দিন রাতেই জানা গেল, মেহজাবীন পরের দিন মহড়ায় অংশ নেবেন। মঙ্গলবার সন্ধ্যার ঠিক আগে আগে গিয়ে দেখা মিলল মেহজাবীনের। তখনো মহড়া শুরু হয়নি। মেহজাবীনের কাছেই জানা গেল, দেশে ফিরে সেভাবে বিশ্রাম না নিয়েই ছুটে এসেছেন মহড়ায়। বললেন, ‘আমরা তো সারা বছর কাজ করি। একটু সময় পেলেই দেশের বাইরে নিত্যনতুন জায়গায় ঘুরতে যাই। আমি বেড়াতে ভালোবাসি। এবার এই অনুষ্ঠানের জন্য ভ্রমণ সংক্ষিপ্ত করে চলে এলাম। তা ছাড়া দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান এটি। সবারই অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ থাকে। তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হচ্ছে।’

মেহজাবীন আরও বলেন, ‘হাতে সময় কম। তা ছাড়া এবার নাচের মুদ্রাটাও নতুন। ফলে একটু সময় লাগবে। তাই আগের দিন পর্যন্ত টানা মহড়া করব।’ ততক্ষণে সোহাগ ও তাঁর দল প্রস্তুত। মেহজাবীনও নেমে পড়লেন অনুশীলনে।

ফারিণের টেনশন

এবারই প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রথম এই অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাওয়ায় একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে আবার চিন্তিতও তিনি। তাই সবার আগেই মহড়ায় নেমে পড়েছেন। পুরোদমে মহড়া শুরু হয় মঙ্গলবার। ফারিণ এক দিন আগেই তাঁর অংশের অনুশীলন শুরু করেছেন। সোমবার সন্ধ্যায় মহড়াকক্ষে গিয়ে সেই দৃশ্যই দেখা গেল। ফারিণ একটি গানের অংশে নাচ করবেন। নৃত্য পরিচালক সোহাগ দেখিয়ে দিচ্ছেন। টানা প্রায় আধা ঘণ্টা চলল অনুশীলন। বিরতির ফাঁকে ফারিণ বললেন, ‘আমি তো এই অনুষ্ঠানে প্রথমবার নাচব। কিছুটা ভয়ও পাচ্ছি। আর সেই ভয় দূর করতে সবার আগে মহড়া করতে শুরু করেছি।’

ফারিণ আরও বলেন, ‘আমি বড় হয়ে নিয়মিত নাচ না করলেও ছোটবেলা থেকে নাচের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই ভালোভাবে উতরে যেতে পারব বলে আমার বিশ্বাস। তা ছাড়া সোহাগ ভাইয়ের সঙ্গে মহড়াও দারুণ হচ্ছে।’

কিছুক্ষণ পরই মহড়া শুরু করতে নৃত্য পরিচালকের হাঁকডাক শুরু হলো। সহশিল্পীদের সঙ্গে আঙুলে ব্যান্ডেজ নিয়েই মহড়ায় নেমে পড়লেন সাবিলা। মহড়ার ফাঁকে সাবিলা জানালেন, মূল অনুষ্ঠানের দিন ব্যান্ডেজ ঢাকতে কৌশলও ভেবে রেখেছেন তিনি। হাসতে হাসতে সাবিলা বলেন, ‘প্রয়োজন হলে ড্রেসের রঙে ব্যান্ডেজ করে নেব। ফলে বাইরে থেকে দর্শক বুঝতে পারবে না। হা হা হা...।’

সৈয়দ আব্দুল হাদী ও ইমরান মাহমুদুল। ছবি: প্রথম আলো

অগ্রজের আশীর্বাদ নিয়ে অনুজের পথচলা

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২’-এ আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। এবার এ পুরস্কারের রজতজয়ন্তীর আয়োজনেও থাকবেন তিনি। তিনি কী করবেন, তা এখনই খোলাসা করতে চায়নি মেরিল-প্রথম আলো কর্তৃপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ দেওয়া হবে। সৈয়দ আব্দুল হাদীর আশীর্বাদ নিয়ে সংগীতাঙ্গনকে মুখর করছেন এ প্রজন্মের শিল্পীরা। গত বছর মেরিল–প্রথম আলো পুরস্কারের মঞ্চে সৈয়দ আব্দুল হাদীর সম্মানে তাঁর কালজয়ী গান পরিবেশন করেছিলেন তরুণ শিল্পী সাব্বির জামান, কিশোর দাস, রাজীব ও অপু আমান।