জীবনে ‘প্রত্যাখ্যান’ কেন জরুরি

শর্বরী বাগ। ইনস্টাগ্রাম থেকে

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী বাগ। ‘বাজিরাও মাস্তানি’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক। যশ রাজ ফিল্মসের ছবি দিয়ে শুরু করেও আখেরে খুব একটা লাভ অবশ্য হয়নি। বরং সহকারী পরিচালক হিসেবে কাজ করাটা তাঁর জন্য সুফল বয়ে আনে।
এ প্রসঙ্গে শর্বরী বলেছেন, ‘যখন কিছুতেই একটা সুযোগ পাচ্ছিলাম না, তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই। সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে অভিনয় সম্পর্কে আরও বিশদে জানতে পেরেছিলাম। আমার আরও পরিচিতি বেড়েছিল। সহকারী পরিচালকের কাজ আমাকে অভিনেত্রী হয়ে উঠতে অনেকটা সাহায্য করে।’

আরও পড়ুন
শর্বরী বাগ। ইনস্টাগ্রাম থেকে

এই বলিউড অভিনেত্রী আরও বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমাকে প্রচুর প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে। চার-পাঁচ বছর রোজ অডিশন দিতাম আর বাদ পড়তাম। প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হতে হতে আমি সহপরিচালনায় আসার সিদ্ধান্ত নিই। তবে আমি মনে করি, শিল্পীদের জীবনে প্রত্যাখ্যান জরুরি। অনেক প্রত্যাখ্যানের পর যখন একটা সুযোগ আসে, তখন আমরা এর মূল্য বুঝতে পারি। আর এই প্রক্রিয়া আমাদের আরও মজবুত করে তোলে।’

আরও পড়ুন

২০২৪ সালটা শর্বরীর দারুণ গেছে। উপহার দিয়েছেন ‘মুনজ্যা’র মতো হিট। হরর-কমেডি ছবিটার আশাতীত সাফল্য বিষয়ে শর্বরী বলেছেন, ‘ওই ছবিতে আমরা প্রত্যেকেই “আন্ডারডগ” ছিলাম। আমার মনে হয় না যে তখন মানুষ আমাদের জানতেন, তা সে অভয় (ভার্মা) হোক বা পরিচালক অথবা আমি। এর আগে আমি একটা ছবি করেছিলাম, কিন্তু ছবিটা সেভাবে আয় করতে পারেনি। তাই আমাকে কেউ সেভাবে চিনতেন না। বলতে গেলে আমরা সবাই তখন প্রায় নতুন ছিলাম। তাই এ ছবির সফলতা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

শর্বরী বাগ। ইনস্টাগ্রাম থেকে

গত বছর জন আব্রাহামের সঙ্গে বেধা ছবিতে শর্বরীকে দেখা গিয়েছিল। এ ছবিতে শর্বরীর অভিনয় দারুণ প্রশংসিত হয়। ওটিটিতেও সাড়া ফেলেছিলেন এই তরুণ নায়িকা। নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে এসেও নিজেকে আলাদা করে চিনিয়েছেন শর্বরী।

আর গত বছরই ‘আলফা’র মতো ছবি এসেছে তাঁর ঝুলিতে। যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলার ছবিতে তাঁর সঙ্গে আছেন আলিয়া ভাট। আর বলিউডের ইতিহাসে প্রথম নারীকেন্দ্রিক স্পাই ছবির অন্যতম নায়িকা শর্বরী।

শর্বরী বাগ। ইনস্টাগ্রাম থেকে

শর্বরীর কাছে বক্স অফিসের আয়ের গুরুত্ব কতখানি, জানতে চাইলে তাঁর জবাব, ‘আমি এখন নতুন। তাই বক্স অফিসের পেছনের গণিত আমার জানা নেই। কিন্তু এটা বুঝি যে এখানে টিকে থাকার জন্য এর গুরুত্ব অনেকখানি। বক্স অফিস মানে দর্শক ছবিটি দেখতে আসছেন, আর তা পছন্দ করছেন। শেষ পর্যন্ত সিনেমা নির্মাণ একটা ব্যবসাও।’