কেমন কাটছে ‘একমুঠো রোদ্দুর’, ‘ও প্রিয়তমা’ গানের শিল্পী বালামের জন্মদিন

২০০৭ সালে গানের অঙ্গনে বালামের ছিল দাপুটে বিচরণ। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। টানা কয়েক বছর এভাবেই চলতে থাকে। হঠাৎ চেনা ছন্দ হারান তিনি। বেশ কিছুদিন পরপর একটি করে গান প্রকাশ করলেও হিট-সুপারহিটের দেখা পাচ্ছিলেন না তিনি। ভক্তদেরও এ নিয়ে মন খারাপ ছিল। সর্বশেষ ২০১৯ সালে ‘তুমি রূপকথায়’ শিরোনামে গান প্রকাশ করলেও আলোচনায় আসেনি। ২০২৩ সালে এসে যেন বালাম তা সুদে-আসলে পুষিয়ে দিলেন। বছরের মাঝামাঝিতে নবজন্ম হয় তাঁর। কারও মতে বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন। শিল্পী নিজেও মনে করছেন, এর চেয়ে আর অসাধারণভাবে ফিরে আসা যায় না। ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ শিরোনামের দ্বৈত কণ্ঠের এই গানের মাধ্যমে রাজকীয়ভাবে ফিরে আসেন তিনি। আসিফ ইকবালের কথা ও আকাশ সেনের সুর–সংগীতে গানটি দ্বৈতভাবে গেয়েছেন বালাম ও কোনাল। আজ ২৪ ডিসেম্বর দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন। প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। চলুন কয়েকটি স্থিরচিত্রে দেখে নেওয়া যাক উদ্‌যাপনের কিছু মুহূর্ত
১ / ৫
সংগীতশিল্পী বালামের জন্য বছর বেশ উল্লেখযোগ্য। বছরের মাঝামাঝি ‘ও প্রিয়তমা’ প্রকাশের পর থেকেই ভক্তরা তাঁকে নিয়ে মেতে ওঠেন। সবার ভালোবাসায় বালামও ছিলেন উচ্ছ্বসিত। স্টেজ শো করতে ছুটে গিয়েছেন এক দেশ থেকে আরেক দেশে। ২৪ ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষে মা-স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যদের সঙ্গে নিয়ে কেক কেটে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বালাম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের এই দিনে আমি এই সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছি। অনুগ্রহ করে আমাকে সবাই আপনাদের প্রার্থনায় ও নিঃশর্ত ভালোবাসায় রাখুন। আপনাদের সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।’
ছবি : শিল্পীর সৌজন্যে
২ / ৫
সংগীতশিল্পী বালামের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাঁকে নিয়ে প্রায় সময়ই হাসপাতালে ছুটতে হয় পরিবারের সবাইকে। বালাম, তাঁর স্ত্রী সাদিয়া এবং সংগীতশিল্পী বোন জুলির এখনকার ব্যস্ততা মাকে নিয়েই। সেই মায়ের সঙ্গে জন্মদিনে বালাম। মাকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন। আরও আছেন স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া, বোন জুলি ও তাঁর পরিবারের সদস্যরা।
ছবি : শিল্পীর সৌজন্যে
৩ / ৫
২০১০ সালে স্ত্রী সাদিয়ার অসুস্থতায় বালাম গান থেকে বিরতি নেন। কাছাকাছি সময়ে অডিও ইন্ডাস্ট্রি সিডি ক্যাসেট থেকে ডিজিটাল দিকে রূপান্তর ঘটল, নতুন প্ল্যাটফর্ম এল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব। অন্তর্মুখী বালাম এসবে অভ্যস্ত ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতেন না। এসব মিলিয়ে নতুন গান মুক্তি দিতে আগ্রহ পেতেন না। তবে এ নিয়ে নিজের অভিমানও ছিল। এরপর অভিমান থেকে সরে গানে ফিরলেন। যত দিন প্রাণ থাকবে, তত দিন গান করে যাবেন—এমন পরিকল্পনা চূড়ান্ত করেন। একে একে গান প্রকাশ করতে থাকেন। অবশেষে বালাম এ বছরে ‘ও প্রিয়তমা’ দিয়ে তাঁর চেনা পথ ফিরে পান। জন্মদিন আয়োজনের ছবিতে বালামের স্ত্রী সাদিয়া, ছেলে ফাবিয়ান।
ছবি : শিল্পীর সৌজন্যে
৪ / ৫
‘তোমার জন্য’, ‘একমুঠো রোদ্দুর’, ‘কী নেশা’, ‘একাকী মন আজ নীরবে’, ‘লুকোচুরি’সহ বেশ কয়েকটি সাড়াজাগানো গান রয়েছে বালামের ঝুলিতে। সংগীতশিল্পী বোন জুলির সঙ্গেও একাধিক গান এবং ‘বালাম ফিচারিং জুলি’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেছেন। একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। জন্মদিনের আয়োজনে স্থিরচিত্রে মায়ের সঙ্গে বালাম ও জুলি।
ছবি : শিল্পীর সৌজন্যে
৫ / ৫
জন্মদিনে বালামের মনটা খারাপ। মাকে খুব দ্রুত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। তাই ভিসা প্রসেসিংয়ের কাজ নিয়ে ব্যস্ত তিনি। দুপুরে যখন কথা হচ্ছিল, বলছিলেন, ‘সবার নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি। তাঁদের ভালোবাসায় আমি আপ্লুত। সবার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ ছবিতে বালাম ও তাঁর বোনের পরিবারের সদস্যরা।
ছবি : শিল্পীর সৌজন্যে