টিকটকে যোগ দিয়েই ঝড় তুললেন এই ফিলিপিনো অভিনেত্রী

টিকটকে যোগ দিয়েই রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী ও গায়িকা ক্যাথরিন বেরনার্ডো। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে থাকল আরও তথ্য।
১ / ৫
সপ্তাহখানেক আগে টিকটকে যোগ দিয়ে একটি ভিডিও পোস্ট করে ক্যাথরিন বেরনার্ডো লিখেছেন—‘হ্যালো, টিকটক।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আট লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি; লাইক পড়েছে ১ লাখ ৩২ হাজারের বেশি
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
ক্যাথরিন বেরনার্ডোকে ফিলিপাইনের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। চার বছর বিরতির পর ‘আ ভেরি গুড গার্ল’ নামে একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
চার বছর আগে মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা ‘লাভ, গুডবাই’ ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছিল। সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
২০০৩ সালে অভিনয়ে নাম লেখানো ক্যাথরিন বেরনার্ডোকে অভিনয়ের পাশাপাশি গানেও দেখা যায়
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন