‘বলুন তো কী বলছিল কানে কানে?’

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক কয়েকজন তারকার ভাবনা।
১ / ৬
বাংলাদেশি চলচ্চিত্রের খলচরিত্রের দাপুটে অভিনয়শিল্পী মিশা সওদাগর। দুই যুগ ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। দেশের চলচ্চিত্রের এই অভিনয়শিল্পী আজ বুধবার দুপুরে ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেন, সেখানে তাঁর সঙ্গে দেখা গেছে ফোকগানের তুমুল জনপ্রিয় শিল্পী মমতাজ ও তাঁর মেয়েকে। সেই স্থিরচিত্র পোস্ট করে মিশা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দারুণ ভাবনা মমতাজ আপুর। মেয়েকে চিকিৎসক বানাবেন, কারণ তাঁরই প্রতিষ্ঠিত হাসপাতালে দেশের মানুষকে চিকিৎসাসেবা দেবে।
ছবি : ফেসবুক
২ / ৬
সংবাদপাঠক স্ত্রী শারমীন সাজ্জাদের চিকিৎসার জন্য দেড় বছর ধরে ভারতের চেন্নাইয়ে ছিলেন টেলিভিশন নাটকে এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ। এর মধ্যে পাঁচ মাস আগে সেখানকার চিকিৎসক জানালেন, তিনি বাবা হতে যাচ্ছেন। যমজ সন্তানের বাবা হওয়ার খবরে আনন্দের সীমা ছিল না অভিনয়শিল্পী ও সংবাদপাঠক স্ত্রীর। দেশে ফেরার যাবতীয় আয়োজনও সম্পন্ন করেছিলেন। বাংলাদেশে ফেরার ঠিক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্ত্রী শারমীন সাজ্জাদ। সংকটাপন্ন অবস্থায় পড়ে এই অভিনয়শিল্পীর স্ত্রীর শারীরিক অবস্থা। একটা পর্যায়ে জানতে পারেন, তাঁদের অনাগত দুই সন্তান মারা গেছেন। চেন্নাইয়ে তাদের সমাহিতও করা হয়েছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই কবরেও যান ইরফান। কবরের সামনে স্ত্রীসহ একটি স্থিরচিত্র পোস্ট করে ইরফান লিখেছেন, ‘তাদের নাম রেখেছিলাম “প্রিয়” আর “মায়া”। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল।’
ছবি : ফেসবুক
৩ / ৬
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তমালিকা কর্মকার। তিন বছর পর এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন তিনি। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে তাঁর ঢাকায় আসা। ফেব্রুয়ারিতে তিনি ফিরেও যান। যুক্তরাষ্ট্রে থাকা এই অভিনয়শিল্পী প্রায়ই তাঁর ফেসবুকে নানান মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। আজ এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল।’
ছবি : ফেসবুক
৪ / ৬
তরুণ প্রজন্মের সম্ভাবনায় সংগীতশিল্পী শামীম হাসান এখন যুক্তরাষ্ট্রে আছেন। স্টেজ শোতে অংশ নিতে এ মাসের শুরুতে তিনি দেশটিতে যান। এই দলে আরও ছিলেন লোকগানের জনপ্রিয় শিল্পী রেশমী। নিউইয়র্কের টাইমস স্কয়ারে আজ বুধবার একটি স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি। ছবিতে রেশমী ছাড়াও দেখা গেছে গান বাংলা টেলিভিশন ও টিএম রেকর্ডসের দুই কর্মকর্তা কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীকে। স্থিরচিত্রটি পোস্ট করে শামীম লিখেছেন, ‘টিএম পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত।
৫ / ৬
টেলিভিশন নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা অপূর্ব। সম্প্রতি এ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে তাঁর নতুন একটি নাটক মুক্তি পেয়েছে। ‘পথে হলো পরিচয়’ নামের নাটকের এই স্থিরচিত্র পোস্ট তটিনী ফেসবুকে লিখেছেন, ‘বলুন তো কী বলছিল কানে কানে?’
ছবি : ফেসবুক
৬ / ৬
তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনয়শিল্পী সাদিয়া আয়মান স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘বেলীর হাতে বেলী।’
ছবি : ফেসবুক