আমি আমাকে এ রকম সাধারণভাবেই দেখতে পছন্দ করি

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই গায়ক, অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
দেশের বাইরে ঘুরছেন আসিফ। আজ লিখেছেন, ‘বিদায় মালদ্বীপ, একটু শ্রীলঙ্কা ঘুরে আসি।’ এর আগে বাংলাদেশ টেলিভিশনের একটি সরাসরি অনুষ্ঠানের শব্দচয়ন নিয়ে লিখেছেন, ‘হিপহপ–এর নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায় না। সাধু সাবধান।’
ছবি: ফেসবুক
২ / ৫
গায়িকা সাজিয়া সুলতানা পুতুল প্রথম মেয়েকে নিয়ে স্কুলে গেলেন। তিনি লিখেছেন, ‘গীতলীনার স্কুলের প্রথম দিন, আর আমার এলোমেলো ভাবনা!’
ছবি: ফেসবুক
৩ / ৫
গায়িকা সুলতানা ইয়াসমিন লায়লা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি সব সময়ই সাদামাটা ছিলাম। এটাই আমার আসল চেহারা, কোনো মেকআপ নাই, বিন্দুমাত্র এডিটও করি নাই। আমি আমাকে এ রকম সাধারণভাবেই দেখতে পছন্দ করি।’
ছবি: ফেসবুক
৪ / ৫
তরুণ গায়ক তাসরিফ সমুদ্রের তীরে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি আকাশ পাঠাব তোমার মনের আকাশে।’ সেখানে একজন মন্তব্য করেছেন, ‘দারুণ লাগছে।’ উত্তরে তাসরিফ লিখেছেন, ‘দারুণ লেগেও লাভ কি বলেন, থাকি যদি একা, সাগর–পাহাড় খুঁজেও তো ভাই পাইনি তাহার দেখা।’
ছবি: ফেসবুক
৫ / ৫
অমিতাভ রেজা নির্মিত বিজ্ঞাপনচিত্র ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপ বলে আলোচনায় আসেন অভিনেতা শরীফুল ইসলাম। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি এমনিতেই কিউট, খালি কপালে প্রেম নাই।!’
ছবি: ফেসবুক
আরও পড়ুন