২০ নভেম্বর শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। বাংলাদেশেও খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি ভক্ত আর্জেন্টিনা ও ব্রাজিল দলের। কেউ কেউ আবার জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন দলকে সমর্থন করে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে সৌদি আরবের সঙ্গে খেলা শুরুর আগে বাংলাদেশি তারকাদের মধ্যে যাঁরা আর্জেন্টিনার সমর্থক, তাঁদের জার্সি পরে নিজেদের অবস্থার কথা জানান দিতে দেখা যায়। ছবিতে দেখে নেওয়া যাক কয়েকজন আর্জেন্টাইন সমর্থক তারকাকে
১ / ৮
হালের আলোচিত নায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক, এটা কমবেশি সবারই জানা। তাঁর চাওয়া, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠুক। তবে পরীমনির স্বামী সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ ব্রাজিলের সমর্থক। কিন্তু আজ আর্জেন্টিনার জার্সি পরা তাঁর একটি স্থিরচিত্র পরীমনি তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে!’
২ / ৮
মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন আর্জেন্টিনার সমর্থক। তিনি বলেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়দের একটা ছন্দ আছে। যা আমার কাছে ভালো আগে। বিশেষ করে মেসির খেলা আমার ভালো লাগে। তার দৌড়, তার স্টাইল, সবাইকে কাটিয়ে গোলকিপারের জালে বল পাঠানো। এসব দেখে বিমোহিত হয়ে যাই। আশা করছি, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং এবার বিশ্বকাপ নিয়ে যাবে।’
৩ / ৮
খেলা চলাকালে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া বলেছেন, ‘এবার বুঝতে পারবে সবাই, আমি কোন টিম।’
৪ / ৮
অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী তাঁর ছেলেসহ আর্জেন্টিনার জার্সি পরে ছবিটি পোস্ট করে প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
৫ / ৮
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান এখন আছেন কাতারে। তাঁরও প্রিয় দল আর্জেন্টিনা। তিনি তাঁর বন্ধুদের সঙ্গে মাঠে বসে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার খেলা উপভোগ করেছেন।
৬ / ৮
আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুকে পোস্ট করা একটি স্থিরচিত্রে চিত্রলেখা গুহ তাঁর প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।
৭ / ৮
গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এ মুহূর্তে তিনি আছেন কাতারে। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি পরে আজ সৌদি আরবের সঙ্গে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন।
৮ / ৮
লাক্স–চ্যানেল আই সুপারস্টার শানারৈ দেবী শানু তাঁর এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের মাঠে ভালোবাসার পাশে থাকাটা জরুরি। তবেই ভালোবাসা জিতে যায়।’