নিষেধাজ্ঞার পর মালয়েশিয়া ছাড়ল ‘দ্য ১৯৭৫’

যুক্তরাজ্যে ফিরেছে পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’–এর পরিবেশনাছবি: রয়টার্স


কনসার্টের মধ্যে ব্যান্ডের পুরুষ সদস্যকে চুম্বন ও এলজিবিটি-বিরোধী আইনের সমালোচনার ঘটনায় মালয়েশিয়ায় গান পরিবেশনা নিষেধাজ্ঞার খড়্গ নিয়ে যুক্তরাজ্যে ফিরেছে পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’। খবর দ্য স্টারের

দেশটির সিলানগড় রাজ্যের পুলিশ কমিশনার দাতুক হোসাইন ওমর খান জানান, গতকাল শনিবার সকালে ব্যান্ডটি মালয়েশিয়া ছেড়েছে। তাঁর ভাষ্য, ‘একটি ব্যান্ডের বিরুদ্ধে এর চেয়ে কঠোর ব্যবস্থার নেওয়ার সুযোগ নেই।’
গত শুক্রবার রাতে কুয়ালালামপুরের গুড ভাইব ফেস্টিভ্যালের মঞ্চে পরিবেশনার মধ্যে বেজিস্ট রস ম্যাকডোনাল্ডকে চুম্বন করেন গায়ক ম্যাট হেলি, পাশাপাশি মালয়েশিয়ায় প্রচলিত এলজিবিটি আইনের সমালোচনাও করেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে গতকাল ব্যান্ডটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ায় প্রচলিত এলজিবিটি-বিরোধী আইনে জনপরিসরে সমলিঙ্গের কাউকে চুম্বন করা অপরাধের শামিল। আইন লঙ্ঘন করায় আজ ব্যান্ডটিকে কালোতালিকাভুক্ত করেছে মালয়েশিয়া। ভবিষ্যতে দেশটিতে কোনো ধরনের পরিবেশনায় অংশ নিতে পারবে না দ্য ১৯৭৫।
মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এক টুইটে লিখছেন, ‘মালয়েশিয়ার আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’ এ ঘটনায় কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ফিউচার সাউন্ড এশিয়া ক্ষমা চেয়েছে। গত মার্চে বিদেশি শিল্পীদের কনসার্টের জন্য নির্দেশনা আরও কঠোর করেছে।

বিষয়টি নিয়ে ব্যান্ডের কারও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের এক কনসার্টে ব্যান্ডের পুরুষ সদস্যকে চুম্বন করে দেশটির আইন লঙ্ঘন করেছিলেন হেলি।

আরও পড়ুন