লুকোচুরি করে কি প্রেম করা যায়...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী সাবিলা নূর, খায়রুল বাসার, সুনেরাহ্‌ বিনতে কামালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
এখন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েই ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূর। তাঁকে দেখা যাবে সিনেমার চিত্রা চরিত্রে। সাবিলা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আরামের বহুস্তর, আভিজাত্যের সূক্ষ্ম ছোঁয়া আর ধীরে বয়ে যাওয়া সময়।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
থাইল্যান্ডে শুটিং করছেন খাইরুল বাসার। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাচ্চাটা সমুদ্রভ্রমণে এসেছে। তার চোখে কী যে বিস্ময়! কী যে কৌতূহল! বুকে মিশে হাতটা আঁকড়ে ধরে তাকিয়ে রইল সমুদ্রের দিকে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
মাসজুড়েই ‘চুরি ছাম ছাম’ গান দিয়ে প্রশংসিত হচ্ছেন গায়িকা লুইপা। তিনি গানটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘জানলে জানুক লোকে মন্দ কী হায়, লুকোচুরি করে কি প্রেম করা যায়, তুমি ছাড়া একা একা বাঁচা যে দায়।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
শীতে বাবার পোশাক পরলেন অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পরলাম আব্বুর জ্যাকেট। বাবার ৯০ দশকের জ্যাকেট এটি। এটা আমার খুবই পছন্দের।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
আজ অভিনেতা শামীম হাসান সরকারের জন্মদিন। তিনি লিখেছেন, ‘আমি আমার জন্মদিন উপলক্ষে ম্যাঙ্গো স্কোয়াড ইউটিউব চ্যানেলে আমাদের প্রথম কাজ “আতা অ্যান্ড তোতা ব্রাদার্স” রিলিজ দিয়েছি। আশা করি, আপনাদের ভালো লাগবে। আমার নিজের জীবনেও ডাবল রোল করা প্রথম নাটক এটা। আমার কাছে এটা এক নতুন অভিজ্ঞতা।’
ছবি: ফেসবুক থেকে