পরীর পুরো পৃথিবী আর সুমীর প্রেমিক কক্সবাজার

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মিশা সওদাগর, পরীমনি এবং সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, শারমিন সুলতানা সুমীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
ব্যান্ড দলছুট নিয়ে কানাডায় গান শোনাতে গেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ক্যালগিরির কনসার্টের ফাঁকে ঘুরে বেড়াচ্ছেনও। স্নো পড়ার মুহূর্তটা বেশ উপভোগ করছেন। দুটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে বাপ্পা লিখেছেন, ‘এটা কি কিঞ্চিৎ এসআরকে (শাহরুখ খান) ফিল হয়ে গেল?’
২ / ৬
খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের  ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই সেলফি পোস্ট করে লিখেছেন, ‘শহরে নতুন অতিথি!’
৩ / ৬
কয়েক দিন ধরে কক্সবাজারের স্থিরচিত্র পোস্ট করছেন চিত্রনায়িকা পরীমনি। সন্তানসহ সেখানে বেড়াতে গেছেন আলোচিত এই নায়িকা। কক্সবাজারের সৈকতের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘এই এক রূপকথার জীবন আমার। আমার ডানা দুটো, আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াব দেখো।’
৪ / ৬
বর্তমান সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন তৌসিফ মাহবুব। গেল ঈদে তাঁর অভিনীত ডজনখানেক নাটক প্রচারিত হয়েছে। এখন ব্যস্ত আছেন ঈদুল আজহার নাটকের শুটিং নিয়ে। তৌসিফ ফেসবুকে দুটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘এই চোখটা পড়ে দেখো, প্রেমময় তার ভাষা …।’
৫ / ৬
একসময়ের পপ গায়িকা কানিজ সুবর্ণা এখন গানে অনেকটা অনিয়মিত। মাঝেমধ্যে তাঁকে নতুন গানে পাওয়া যায়। এর বাইরে পুরোটা সময় সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি। আজ এই পপ গায়িকার বিবাহবার্ষিকী। স্বামী মাইলস ব্যান্ডের হামিন আহমেদের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে কানিজ সুবর্ণা লিখেছেন, ‘আজ আমাদের বিবাহবার্ষিকী।’
৬ / ৬
নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী। কাজ চলছে ব্যান্ডের নতুন গানের ভিডিও। ঘোরাঘুরির জন্য বরাবরই সুমীর পছন্দের জায়গা কক্সবাজার। সময় সুযোগ পেলে ছুটে যান সেখানে। কক্সবাজারকে নিজের প্রেমিক মনে করেন এই গায়িকা। তাই তো এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘প্রেমিক কক্সবাজারকে দেখতে যাইতে হবে …।’