‘অ্যানিমেল’ নির্মাতার সঙ্গে কেন কাজ করতে চান না কঙ্গনা

কঙ্গনা রনৌতকঙ্গনার ফেসবুক পেজ থেকে

গত ডিসেম্বরে মুক্তির পর ভারতের প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেলেও সিনেমাটিতে পরিচালকের নারীবিদ্বেষী মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকেরা। এবার ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রনৌত জানালেন, তিনি ‘অ্যানিমেল’ পরিচালকের সঙ্গে কাজ করতে চান না। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন সন্দীপ রেড্ডি ভাংগা।

সেখানে নানা প্রসঙ্গে আলাপের ফাঁকে আসে কঙ্গনা রনৌতের প্রসঙ্গও। ‘অ্যানিমেল’-এ নারীদের যেভাবে মারধর করা হয়েছে তা পছন্দ হয়নি কঙ্গনার।

আরও পড়ুন

তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত লিখেছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থ কান্নান এ প্রসঙ্গে সন্দীপের কাছে জানতে চান।

উত্তরে কঙ্গনাকে নিয়ে কাজ করতে চান জানিয়ে সন্দীপ বলেন, ‘যদি সুযোগ পাই অবশ্যই তাঁর সঙ্গে কাজ করতে চাই। আমি তাঁকে গল্প শোনাব। “কুইন”সহ অন্যান্য সিনেমায় তাঁর অভিনয় আমার খুব ভালো লেগেছে।

কঙ্গনা রনৌত
কঙ্গনার ফেসবুক পেজ থেকে

সে যদি “অ্যানিমেল” নিয়ে নেতিবাচক মন্তব্যও করে, আমি রেগে যাব না। কারণ, আমি তাঁর কাজ দেখেছি।’

পরিচালকের এ বক্তব্য ভাইরাল হওয়ার পর আবার মুখ খুললেন কঙ্গনা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, তিনি সন্দীপ রেড্ডি ভাংগার সঙ্গে কাজ করতে চান না।

কঙ্গনা বলেন, ‘সব ধরনের শিল্পেরই সমালোচনা হওয়া প্রয়োজন। এটাই স্বাভাবিক। যেভাবে আমার মন্তব্য শুনে সন্দীপজি হেসে তাঁকে সম্মান জানালেন, তাতে মনে হলো, উনি শুধু পুরুষপ্রধান ছবিই বানান না; উনার মেজাজটাও অনেকটা পৌরুষপূর্ণ।

‘অ্যানিমেল’ ছবির ট্রেলারের দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে

ধন্যবাদ। দয়া করে আমাকে আপনার ছবিতে কোনো চরিত্র দেবেন না। তাহলে আপনার পুরুষ চরিত্রগুলো নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে। আপনি ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ইন্ডাস্ট্রির আপনাকে দরকার।’