‘ডাইনে যাও ব্রাজিল বাঁয়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল’

ব্যস্ততা যতই থাক, দেশের তারকারা সবাই কমবেশি সরব থাকেন ফেসবুকে। ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিতে তেমন কিছু ঘটনা তুলে ধরা হলো
১ / ৭
খেলা নিয়ে উন্মাদনায় পিছিয়ে নেই তারকারা। ওমর সানী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ডাইনে যাও ব্রাজিল বাঁয়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল; নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ৭
‘তোমার চোখই তোমার প্রতিচ্ছবি’, লিখেছেন বিদ্যা সিনহা মিম।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ৭
‘আমার কি চুলের রং পরিবর্তন করা উচিত?’ ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করে জানতে চাইলেন মেহজাবীন চৌধুরী।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৭
গতকাল শেষ হলো ‘রাঢ়াঙ’–এর ২০০তম প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর আগে গুরু মামুনুর রশীদ ও সহকর্মী চঞ্চলের সঙ্গে ছবিটি পোস্ট করে আ খ ম হাসান লিখেছেন, ‘নাটকে একসঙ্গে আবার মঞ্চে। ১৯৯ এবং ২০০তম শো।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ৭
‘দুনিয়া রাঙাতে না পারলে নিজেকে খুঁজে পাবে না।’ লিখেছেন পূজা চেরি।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ৭
‘অর্ধরজনী পেরিয়ে আমরা রাস্তায় হাঁটা শুরু করেছি। হ্যাঁ, আমাদের এখনো মেঘের মাথার ওপরে নিয়ে হাঁটছি। আমাদের যেতে হবে অনেক দূর।’—মৌসুমী হামিদ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ৭
‘হু টোল্ড ইউ, অয়েল ইওর ওন মেশিন’ সংলাপটি শরীফুলকে জনপ্রিয় করে তোলে। সেই শরীফুল এখন নিয়মিত নাটকের মুখ। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন কিছু আসছে।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত