নায়াগ্রা থেকে পোখরা হয়ে হিমালয়, ২০ ছবিতে কেয়া

অভিনয়ের ফাঁকে কিংবা অভিনয় থেকে ছুটি নিয়ে সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেত্রী কেয়া পায়েল। দেশ–বিদেশ ঘোরা তাঁর নেশার মতো। এ বছর যেন অভিনয়ের চেয়ে ভ্রমণেই তাঁকে বেশি ব্যস্ত দেখা গেছে। কখনো নায়াগ্রা, কখনো পোখরা—আজ আবার ছবি পোস্ট করে লিখেছেন, ‘হিমালয়ে’। নানা রূপের কেয়াকে দেখুন ২০ ছবিতে।
১ / ২০
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা ছিল কেয়া পায়েলের। সেই সুযোগ হয়েছিল ঈদের পর। অল্প সময়ের ট্যুরে পছন্দের জায়গাগুলো ঘুরেছেন। কনি আইল্যান্ডে অবসর সময় কাটাতে দেখা যাচ্ছে।
ছবি: ফেসবুক থেকে
২ / ২০
যুক্তরাষ্ট্রের সমুদ্রসৈকতে। এক ভক্ত লিখেছেন, দেখে মনে হয় কক্সবাজারে। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘রৌদ্র উজ্জ্বল দিন।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ২০
যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে রাতে ঘুরতে যান। ছবিটি পোস্ট করে লেখেন, ‘যে শহর কখনো ঘুমায় না।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ২০
যুক্তরাষ্ট্রে যাবেন আর নায়াগ্রা ফল দেখবেন না, তা কী হয়! কারণ, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল নায়াগ্রা জলপ্রপাত দেখার। সেই ইচ্ছাও পূরণ করেছেন।
ছবি: ফেসবুক থেকে
৫ / ২০
নায়াগ্রা জলপ্রপাতের সামনে যেন ‘ঘুমিয়ে’ পড়লেন। ‘কল্পনার সঙ্গে কী মিল খুঁজছেন’—সেই প্রশ্ন করেছেন ভক্তরা।
ছবি: ফেসবুক থেকে
৬ / ২০
গিয়েছিলেন পছন্দের আরেক শহর কানাডার টরন্টোতে। সেখান থেকে পোস্ট করা ছবিটির নিচে ভক্তদের মন্তব্য, ‘মৎস্যকন্যা’।
ছবি: ফেসবুক থেকে
৭ / ২০
টরন্টোর একটি পার্কে এভাবেই ধরা পড়লেন কেয়া পায়েল। ছবিটি যেন ঢাকার কোনো পার্কের কথাই মনে করিয়ে দিচ্ছে।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৮ / ২০
দেশে দীর্ঘদিন দেখা না হলেও কানাডায় গিয়ে দেখা হয়ে গেল প্রীতম হাসানের সঙ্গে। জুলাই মাসে ছবিটি পোস্ট করেন এই অভিনেত্রী।
ছবি: ফেসবুক থেকে
৯ / ২০
কানাডার সেলিব্রিটি চয়েস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পলাশ ও পারসা ইভানা। সে সময় তাঁদের সঙ্গে রাস্তায় নাচে মেতে ওঠেন।
ছবি: ফেসবুক থেকে
১০ / ২০
শুটিংয়ে ঘোরাঘুরি হয় না। যে কারণে এবার বিরতি। কানাডা থেকে ছবিটি পোস্ট করে কেয়া লেখেন, ‘ছুটির মুডে রয়েছি।’
ছবি: ফেসবুক থেকে
১১ / ২০
এ বছর প্রথম নেপালে শুটিং করতে গিয়েছিলেন কেয়া পায়েল। শুটিংয়ের ফাঁকে অল্প কিছু সময় পেয়েছিলেন ঘোরাঘুরির। ছবি তুলতে ভোলেননি।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
১২ / ২০
নেপাল সম্পর্কে কেয়া পায়েল বলেছিলেন, ‘এটা আমার পছন্দের দেশ। অনেক জায়গাই আমার পছন্দের। কিন্তু শুটিং থাকলে মন খুলে তেমন কিছুই দেখা হয় না। তবে একদিন শুটিংয়ের ফাঁকে কিছুটা ঘুরেছি।’ তেমনই একটি মুহূর্তের ছবিতে।
ছবি: ফেসবুক থেকে
১৩ / ২০
নেপালের শুটিং লোকেশন ও তাঁদের থাকার জায়গাটা ছিল পোখরায়। ঘুম থেকে উঠে সেসব ছবিও স্মৃতি হিসেবে তুলে রেখেছেন এই অভিনেত্রী। প্রকৃতির মাঝে কেয়া।
ছবি: ফেসবুক থেকে
১৪ / ২০
দেশের বাইরে গেলেও বাংলাদেশই তাঁর সবচেয়ে পছন্দের জায়গা। বাঙালি সাজে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সে যে বসে আছে একা একা/ রঙিন স্বপ্ন তার বুনতে।’
ছবি: ফেসবুক থেকে
১৫ / ২০
বাংলাদেশের ফরিদপুর, কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাজশাহী তাঁর ভীষণ পছন্দের জায়গা। তবে নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলও পছন্দ করেন। নেত্রকোনায় ভিন্নভাবে ধরা পড়েন কেয়া।
ছবি: ফেসবুক থেকে
১৬ / ২০
শুটিংয়ে গিয়েছিলেন টাঙ্গুয়ার হাওরে। সেই ছবি পোস্ট করে কেয়া পায়েল লিখেছেন, ‘আমার প্রাণ ধরিয়া মারো টান...’
ছবি: ফেসবুক থেকে
১৭ / ২০
শাড়ি পরতেও তাঁর খুব ভালো লাগে। কিন্তু সময় হয় না। ঢাকাতেই শাড়ি পরে কেয়া ছবিটি পোস্ট করেছেন। এক ভক্ত মন্তব্যে লিখেছেন, ‘শাড়িতেই নারী।’
ছবি: ফেসবুক থেকে
১৮ / ২০
গত জুলাইয়ে শুটিং থেকে বিরতি নিয়ে সমুদ্রে ঘুরতে যান অভিনেত্রী। ছবিটি পোস্ট করে লেখেন, ‘বাংলাদেশের সৌন্দর্য সেরা। বিউটিফুল বাংলাদেশ।’
ছবি: ফেসবুক থেকে
১৯ / ২০
মাত্র ছয় বছরের ক্যারিয়ার। দুই বছরের মাথায়ই তিনি নাটক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন। জানালেন, এখন ঘোরাঘুরি করলেও শুটিংই বেশি টানে। ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে গেছেন। তবে টানা অভিনয় করতে চান না।
ছবি: ফেসবুক থেকে
২০ / ২০
২০. কেয়া মনে করেন, বাংলাদেশে ঘুরতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। বিদেশে গেলেই দমবন্ধ লাগে, এমনটাও জানিয়েছিলেন তিনি। সেই অভিনেত্রী ছবিটি পোস্ট করে আজ লিখেছেন, ‘হিমালয়’।
ছবি: ফেসবুক থেকে