সেরা ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, পরিচালক নুহাশ, অভিনেতা মোশাররফ করিম
মেরিল-প্রথম আলো পুরস্কারে ২০২৪–এর সমালোচক পুরস্কারে সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’। হইচই অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে। হইচই বাংলাদেশের সাকিব আর খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী আফসানা মিমি ও নির্মাতা আশফাক নিপুন।
ওয়েব সিরিজ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন, চরকির ‘২ষ’ নির্মাণ করেছেন তিনি।
‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সিনপাট’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন্নাত আরা।
সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন সালজার রহমান, তিনি ‘কালপুরুষ’–এর চিত্রনাট্য লিখেছেন।
এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন। পরের অংশের কান্ডারি হিসেবে আছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করছেন তাঁরা।
পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক আয়োজন রয়েছে।
বিনোদনক্ষেত্রে বছর সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে।