প্রথম আলো বিনোদনের সব খবর এখন পড়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে

হোয়াটসঅ্যাপে চালু হলো ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ চ্যানেল

জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে চালু হলো ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ চ্যানেল। নতুন এই ফিচারের মাধ্যমে পাঠকেরা প্রথম আলোয় প্রকাশিত বিনোদনের সব খবর মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন হাতের মুঠোয়।

১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপে কনটেন্ট ডিস্ট্রিবিউশনের নতুন মাধ্যম ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ চালুর ঘোষণা দেন।

হোয়াটসঅ্যাপে ‘আপডেটস’ নামের ট্যাবে তৈরি হয়েছে এই চ্যানেল, যেখানে ‘ফলো’ দেওয়া স্ট্যাটাস ও চ্যানেলগুলো খুঁজে পাওয়া যাবে। পাঠকেরা হোয়াটসঅ্যাপে ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ ভেরিফায়েড চ্যানেলে দেশ-বিদেশের বিনোদনজগতের গুরুত্বপূর্ণ নিউজ লিংকও পাবেন, যেখানে ক্লিক করে সরাসরি মূল খবরে যেতে পারবেন।
এই সম্প্রচার পরিষেবায় উভয় পক্ষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। অর্থাৎ অ্যাডমিন ও অনুসরণকারী একে অন্যের ফোন নম্বর এবং প্রোফাইল ছবি দেখতে পারবেন না। কে কাকে অনুসরণ করবেন, সেটাও নির্ভর করবে ব্যক্তিগত পছন্দের ওপর।

হোয়াটসঅ্যাপ ফিচারটিতে দ্রুতই বেশ কিছু নতুন সেবা যুক্ত করবে।
নিজেদের নতুন এ ফিচার ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী বাছাইকৃত কিছু সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত করেছে প্রথম আলোকে।
হোয়াটসঅ্যাপে ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ চ্যানেল অনুসরণ করতে ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va3WSqz4SpkO04ZeQI1j
যাঁদের হোয়াটসঅ্যাপে চ্যানেল ‘ফলো’ করার ‘আপডেটস’ ট্যাব এখনো আসেনি, তাঁরা ওই লিংকে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন।