৮ বিভাগীয় শহরে চলছে চলচ্চিত্র উৎসব, প্রথম পুরস্কার দেড় লাখ টাকা

আট বিভাগীয় শহরে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব

গত মঙ্গলবার থেকে দেশের আট বিভাগীয় শহরে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। আয়োজনটি চলবে ৩১ মে পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এটির আয়োজন করেছে।

উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রদর্শনীর জন্য এবার ২০৯টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও ৯১টি প্রামাণ্যচিত্র জমা পড়ে। বাছাই কমিটি ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও ২৯টি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করেছে। এসব গল্পে উঠে এসেছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা। পাশাপাশি মানুষের জীবনের মানবিক গল্প, সংকটসহ নানা বৈচিত্র্যের গল্প জায়গা পেয়েছে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: ফেসবুক থেকে

উৎসবে নির্বাচিত সিনেমাগুলোকে জুরি কমিটির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ নির্মাতার জন্য ১ লাখ টাকা এবং বিশেষ জুরি পুরস্কারের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনাসহ ৪টি বিশেষ পুরস্কার দেওয়া হবে। তাঁরা সবাই পুরস্কারের সঙ্গে পাবেন ৩০ হাজার টাকা করে।

গত মঙ্গলবার পাঁচটায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। আয়োজনে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।