প্রিয় শিল্পী ফরিদা পারভীনের জন্য প্রার্থনা...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানান ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৭
প্রায়ই পছন্দের সহকর্মীদের ছবি আঁকেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনের ছবিটি এঁকে লিখেছেন, ‘প্রিয় শিল্পী ফরিদা পারভীন এর জন্য প্রার্থনা। সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৭
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রশংসিত হচ্ছেন ‘উৎসব’ সিনেমা দিয়ে। ঈদে একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘দাগি’। সময়টা ভালোই যাচ্ছে সুনেরাহর। ফেসবুকে সরব এই অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজ সব দীর্ঘশ্বাস ভেজা ঘাসে, আজ হৃদয়ের স্মৃতি বৃষ্টিবিলাসে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৭
সমুদ্রপাড়ে ঘুরতে নাকি শুটিং করতে গিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান, সেটা অবশ্য লেখেননি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পৃথিবী এখানে অনেক সুন্দর।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৭
‘মাশরাফি জুনিয়র’ নাটক দিয়ে পরিচিতি পাওয়া পরিচালক সাজ্জাদ সুমন সম্প্রতি বাবাকে হারিয়েছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ছোটবেলা থেকে অনেক বৃষ্টি হলে বাবার মুখে এই কবিতাটি শুনে আসছি—“নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।” আজ তাঁকে রেখে ঢাকায় আসছি। ফিরছি এক অর্থহীন জীবনের দিকে, আর যদি না ফেরা লাগত। তাঁর পাশেই যদি থাকতে পারতাম।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৭
অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি যতগুলো চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে এই মেকআপ, গেটআপটি আমার খুব ভালো লাগে।’
ছবি: ফেসবুক থেকে
৬ / ৭
পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘নাচোলের রানী’ সিনেমাটির গল্প ছিল সাঁওতাল বিদ্রোহ নিয়ে। সিনেমার পোস্টার পোস্ট করে এই পরিচালক লিখেছেন, ‘দুর্ধর্ষ এক কৃষক সাঁওতাল বিদ্রোহের কালজয়ী চলচ্চিত্র “নাচোলের রানী”। যার প্রতিটি ফ্রেমে জড়িয়ে আছে নির্মম ইতিহাসের করুণ বর্ণনা! মুক্তির ১৯ বছর পেরিয়ে ২০ শে পদার্পণ।’
ছবি: ফেসবুক থেকে
৭ / ৭
গতকাল ছিল অভিনেত্রী শর্মিলী আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে প্রিয় অভিনেত্রীকে স্মরণ করে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘তিন বছর হয়ে গেল শর্মিলী মা! তোমার এই মায়ামাখা হাসি দেখি না, আদরে আহ্লাদে আপ্লুত কর না আর! সব ছেড়ে যেখানে আছ, চিরশান্তিতে থাকো সেখানে! বিনম্র শ্রদ্ধা হে গুণী শিল্পী।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
আরও পড়ুন