জাভেদ আখতারের ঘরসংসার

ভারতীয় গীতিকবি, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতারের ৭৯তম জন্মবার্ষিকী আজ। এই দিনে ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে তাঁর সংসারজীবনে আলো ফেলা যাক। বিয়ে করতে চাইলেই তো হলো না; পরিবারের সম্মতি নিতে হবে। বিয়ের দূতিয়ালির দায়িত্ব নিলেন বন্ধু চিত্রনাট্যকার সেলিম খান।
১ / ৫
বলিউডের চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী হানি ইরানির সঙ্গে জাভেদ আখতারের বিয়ের ঘটনা সিনেমার মতোই। ‘সীতা আউর গীতা’ সিনেমার দৃশ্যধারণে তাঁদের পরিচয়; জাভেদ আখতারের চিত্রনাট্যে এই সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন হানি ইরানি। শুটিংয়ের ফাঁকে আলাদা সময় কাটাতেন তাঁরা, তত দিনে মনে মনে প্রেমটাও জমে উঠেছে। তবে মুখ ফুটে কেউ বলেনি। শুটিং সেটে কার্ড খেলতে খেলতে নাটকীয়ভাকে হানিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জাভেদ আখতার। হানির বয়স তখন সবে ১৭, জাভেদের প্রতি প্রগাঢ় প্রেম; তিনিও বিয়েটা করতেই চান
ছবি: এক্সপ্রেস আর্কাইভ
২ / ৫
বিয়ে করতে চাইলেই তো হলো না; পরিবারের সম্মতি নিতে হবে। বিয়ের দূতিয়ালির দায়িত্ব নিলেন বন্ধু চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদের বিয়ের প্রস্তাব নিয়ে হিনার মায়ের সঙ্গে দেখা করে বললেন, ‘এই ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু ওর বাড়ি নেই, কার্ড খেলে আর পানাহার করে।’ এই প্রস্তাবে হানির মা শুরুতে সায় না দিলেও পরে মেনে নেন
ছবি: এক্সপ্রেস আর্কাইভ
৩ / ৫
১৯৭২ সালে ২১ মার্চ বিয়ে করেন জাভেদ আখতার ও হানি ইরানি। বিয়ের পর কয়েকটা বছর সংগ্রাম করতে হয়েছে জাভেদ–হানি দম্পতিকে। তবে ধীরে ধীরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাভেদ; একের পর এক হিট সিনেমা করেছেন। এই দম্পতির দুই সন্তান জোয়া আখতার ও ফারহান আখতার
ছবি: এক্সপ্রেস আর্কাইভ
৪ / ৫
এর মধ্যে জাভেদ আখতারের জীবনে আসে বলিউডের তারকা অভিনেত্রী শাবানা আজমি। বিষয়টি নিয়ে জাভেদ ও হানির দাম্পত্যজীবনে টানাপোড়েন চলতে থাকে। ১৯৮৪ সালে বিয়ে করেন জাভেদ ও শাবানা। ১৯৮৫ সালে বিচ্ছেদ ঘটে জাভেদ ও হানির
ছবি: এক্সপ্রেস আর্কাইভ
৫ / ৫
হানি ইরানির দুই সন্তান জোয়া ও ফারহানের সঙ্গে শাবানার সম্পর্ক খুব ভালো। শাবানা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, জোয়া ও ফারহানকে পেয়েছে আমি ভীষণ গর্বিত। হানিও আমাদের পরিবারের সদস্যের মতোই
ছবি: ইনস্টাগ্রাম থেকে