‘নীলচক্র’–তে শুভ–মন্দিরাদের অদেখা ছবি

প্রথমবার একসঙ্গে ছবিতে অভিনয় করলেন আরিফিন শুভমন্দিরা চক্রবর্তী। এরই মধ্যে ‘নীলচক্র’ নামে সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে। পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত ছবিটির কোনো স্থিরচিত্র প্রকাশ্যে আননেনি পরিচালক। প্রথম আলোর অনুরোধে কয়েকটি স্থিরচিত্র পাঠিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, ‘নীলচক্র’ ছবিতে কেমন দেখা যেতে পারে শুভ ও মন্দিরাদের।
১ / ৯
ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ অনেক দিন ধরেই নতুন সিনেমার খবরে নেই। মাঝখানে তিনি খবরে আসেন একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের খবরের সূত্র ধরে। তবে দেশের সিনেমায় তিনি কবে ফিরছেন, সেটা জানা যাচ্ছিল না। কয়েক দিন ধরে অবশ্য শোনা যাচ্ছিল, ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি। তেমনটাই হতে যাচ্ছে। ‘নীলচক্র’ ছবির দৃশ্যে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী ও শিশুশিল্পী অদিতি।
২ / ৯
এদিকে ‘নীলচক্র’ ছবি মুক্তি উপলক্ষে ১৯ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছে। পোস্ট করে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। টিজারে তাঁকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশনের মেজাজে। ভিডিওটি শুরু হয় একটি ধাওয়ার দৃশ্য দিয়ে। দেখে মনে হয়েছে, সিনেমায় হয়তো আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য তিনি। ছবির দৃশ্যে আরিফিন শুভর সঙ্গে মন্দিরা চক্রবর্তী।
৩ / ৯
গত বছরের অক্টোবরে ঢাকায় ‘নীলচক্র’ ছবির শুটিং শুরু হয়। পুরান ঢাকার একটি লোকেশনে ছবির শুটিংয়ে পরিচালক মিঠু খান দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মন্দিরা চক্রবর্তী ও প্রিয়ন্তী উর্বীকে।
৪ / ৯
পরিচালক মিঠু খান জানালেন, একটানা শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু শুটিংয়ের মাঝখানে আরিফিন শুভর মা মারা যান। তাই সপ্তাহখানেক শুটিং বন্ধ ছিল। এরপর টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শেষ করেন। ছবির শুটিংয়ের ফাঁকে মন্দিরা ও প্রিয়ন্তী উর্বী।
৫ / ৯
আরিফিন শুভ ও মন্দিরা ছাড়া ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। পুরান ঢাকার একটি লোকেশনে তাঁদের দুজনকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক।
৬ / ৯
১৯ দিন শুটিংয়ের মধ্য দিয়ে কাজ শেষ হয় ‘নীলচক্র’ ছবির। এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘নীলচক্র’। সার্টিফিকেশন বোর্ড ছবিটিকে ইউ গ্রেড দিয়েছে। ছবির শুটিংয়ের সময় পরিচালক দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন টাইগার রবি ও আরিফিন শুভকে।
৭ / ৯
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।
৮ / ৯
পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। ছবির একটি দৃশ্যের শুটিংয়ের সময় এভাবেই ক্যামেরাবন্দী হন মন্দিরা।
৯ / ৯
‘নীলচক্র’ ছবিতে রয়েছে বড় চমক। পরিচালক জানালেন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তবে ছবিতে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, সে বিষয়ে কিছুই বলতে চান না পরিচালক। ছবির শুটিং শুরুর আগে প্রিয়ন্তী উর্বী।